স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি মুদ্রায় যার মোট মূল্য প্রায় ৫৩ কোটি টাকা। জয়ের আয়কর নথিতে নেই এই সম্পত্তির কথা উল্লেখ করা বলে নিশ্চিত করেছে সংস্থাটি। দুদকের একটি অনুসন্ধান দল জানায়, বাড়ি দুটি কেনা হয়েছিল যথাক্রমে ২০১৪ সালের ৫ মে এবং ২০২৪ সালের ৬ জুলাই। এর মধ্যে ২০২৪ সালে কেনা বাড়িটি ওয়াশিংটনের গ্রেট ফলস এলাকার পার্কার হাউস ড্রাইভে অবস্থিত। একক মালিকানায় এই বাড়ির মূল্য ৩৮ লাখ ৭৯ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা। অন্যদিকে, ২০১৪ সালে কেনা বাড়িটি সজীব ওয়াজেদ ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের যৌথ মালিকানায় কেনা হয়েছিল, যার দাম ছিল প্রায় ১০ লাখ ডলার।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.