মালয়েশিয়ায় বাংলাদেশিদের সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার পেনাং প্রদেশে পাসপোর্ট সেবা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। গত পরশু মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-পেনাংয়ের দেওয়ান দাতু হাজী আহমদ বাদাওয়ি কমিউনিটি হলে আগামী ১৯ ও ২০ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা চলবে। ওই প্রদেশে কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ের স্থান ও তারিখে পাসপোর্ট সংগ্রহের যঃঃঢ়:// ধঢ়ঢ়ড়রহঃসবহঃ.নফযপশষ.মড়া.নফ/ড়ঃযবৎ লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত পাসপোর্ট বিতরণ সম্ভব হবে না বিধায় নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More