মেহেরপুরের বাঁধাকপি রফতানি হচ্ছে বিদেশে

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীর বাঁধাকপি দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে দেশের বাইরে। এ বছর ৭৫ একর বাঁধাকপির জমি হতে ইতোমধ্যে ৭০০ মে.টন বাঁধাকপি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং তাইওয়ানে রফতানি করা হয়েছে। মান ভালো হওয়ায় আরও চাহিদার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে নিরাপদভাবে সবজি উৎপাদনের সকল কার্যক্রম চলমান রয়েছে। সাহারবাটি গ্রামের বাঁধাকপি চাষি হাসিবুর রহমান হিটু বলেন, বর্তমানে ১ বিঘা বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৫-২০ হাজার টাকায়। সেখানে আমরা ৪৫-৫০ হাজার টাকায় বিক্রি করতে পারছি। এটি আমাদের জন্য লাভজনক। গতকাল বুধবার জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ বাঁধাকপির মাঠ পরিদর্শন করেন। উপজেলা কৃষি অফিসার কে. এম. শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাঁধাকপি বিদেশে পাঠানো হচ্ছে এটি কৃষক ও কৃষি বিভাগের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিরাপদভাবে ফসল উৎপাদনের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। মাঠ পরিদর্শনকালে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান কৃষিবান্ধব সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন। কৃষি ও কৃষকের স্বার্থে দেশের উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য অভিমত ব্যক্ত করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More