মেহেরপুর কারাগারে কয়েদির ইচ্ছা পূরণ

মেহেরপুর প্রতিনিধি: কারো সাজা যাবজ্জীবন, কারো বিভিন্ন মেয়াদে। তাই এই জ্যৈষ্ঠ মাসের মধুময় ফল থেকে বঞ্চিত বন্দী কয়েদীরা লিচু খাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকে লিচু খাওয়ানো ব্যতিক্রমী আয়োজন করলেন মেহেরপুর জেল সুপার এএসএম কামরুল হুদা। গত মঙ্গলবার সকালে জ্যৈষ্ঠ মাসের ফল খাওয়ানোর মাধ্যমে জেলে বন্দি থাকা সকল কয়েদিকে লিচু খাওয়ানো হয়। এতে খুশি কয়েদিরা। বন্দি কয়েদিদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ। মেহেরপুর জেলসুপার এএসএম কামরুল হুদা জানান, মধুময় এই জ্যৈষ্ঠ মাস কাটে রসাল মৌসুমি ফলের আবেশে গ্রীষ্মের প্রখর গরমে আম, কাঠাল, লিচুর মত রসাল ফলের কদর এখন সবার মাঝে। তাই শহরের অলিগলি হর-হামেশা বিক্রি হচ্ছে মৌসুমির ফল লিচু। তাই এই লিচু থেকে কয়েদিদের বঞ্চিত করতে নিজেদেরও কেমন লাগে। তাই বিশেষ উদ্যোগ হিসেবে বাজার থেকে লিচু ক্রয় করে কয়েদিদের মাঝে ১০টি করে বিতরণ করি। এসব বন্দি কয়েদিরা লিচু পেয়ে অনেক আনন্দিত। আমরাও মানবিক দায়বোধ্যতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি। এর আগে আমি নিজ উদ্যোগে কয়েদিদের শীতের পিটা, তরমুজসহ বিভিন্ন জিনিস খাওয়ার ইচ্ছা পূরণ করেছি। এসময় জেল কারাগারের জেলর শরিফুল আলমসহ কারাগারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কারাগারের বাইরে আসা বন্দিদের পরিবার জেল কর্তৃপক্ষের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More