স্টাফ রিপোর্টার:রাজধানীর রামপুরার বিটিভির সামনে পার্কিং করা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার কর্তব্যরত অফিসার এস আই পূর্ণ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা এ ধরনের খবর পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।’ এদিকে স্থানীয় লোকজন জানান, কে বা কারা আগুন দিয়েছে। হঠাৎ আমরা দাউ দাউ করে আগুন জলতে দেখে পুলিশকে খবর দিয়েছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.