রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা দুদুর বিচার শুরু

টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার: শেখ মুজিব (বঙ্গবন্ধু) যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ ৬ মাস আগে ডিবিসি টেলিভিশনে টকশোতে এ রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরপর হত্যার অভিযোগে এনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। নানা প্রক্রিয়া শেষে সোমবার শুনানি হয়। শুনানি শেষে আদালত দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২৪ মে থেকে সাক্ষ্যগ্রহণ শুরুরও আদেশ দেন আদালত। চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমি সোমবার এ আদেশ দিয়েছেন।
মামলার বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দ-বিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে দ-বিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করেছিলেন বাদী। বিধি অনুযায়ী, আদালত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন। গত বছরের নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদনের নথি চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে আসে। এরপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো। আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ‘ওই মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করে। গতকাল সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।’ বলেন নিখিল কুমার নাথ টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম। মামলার আরজিতে বলা হয়, গত বছরের ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের রাজকাহন নামে একটি টকশো হয়। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ এই বক্তব্য রাঙ্গুনিয়া পৌরসভা সদরে সংগঠনের কার্যালয়ে বসে ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। পরে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More