শিগগিরই নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শিগগিরই নকলনবিশদের চাকরি সরকারিকরণ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। অচিরেই ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
গবাদি পশু ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: বর্তমানে গবাদি পশু ও মাংস উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। উপাধ্যক্ষ আব্দুস শহীদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সরকার ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ইতোমধ্যে মাংস ও ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। কিন্তু দুধ উৎপাদনে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে।
বেগম মনিরা সুলতানার প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, বর্তমানে দেশে বছরে ৪৩ লাখ ৪১ হাজার টন মাছের চাহিদার বিপরীতে উৎপাদন ৪৩ লাখ ৮৪ হাজার টন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More