সংসদ অধিবেশন শুরু আজ

স্টাফ রিপোর্টার: চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার বিকেল ৫টায়। করোনার সংক্রমণের মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। করোনার সংক্রমণ থাকায় এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। আজ শুরু হয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ টানা চার কার্যদিবস চলতে পারে। শেষ হতে পারে শনিবার। তবে একতিয়ার বলে সংসদের স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন। আজ প্রথম দিন সভাপতিম-লী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপনের পর সদ্য প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের ওপর আলোচনা হবে। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মৃত্যুবরণ করলে অধিবেশনের প্রথম বৈঠকে তার ওপর আলোচনা হয়। শোক প্রস্তাব গ্রহণ শেষে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে। চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও প্রস্তাব গ্রহণ শেষে প্রথম বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের দ্বিতীয় বৈঠক বৃহস্পতিবার সকাল ১১টায়, তৃতীয় বৈঠক শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এবং চতুর্থ বৈঠক শনিবার সকাল ১১টায় বসবে। করোনাকালে হওয়া অন্যান্য অধিবেশনের মতো এবারের অধিবেশনও বসবে স্বাস্থ্যবিধি মেনে। করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে সংসদে যোগ দিতে হবে সংসদ সদস্যদের। তবে অধিবেশন শুরুর আগে সংসদ সদস্যদের একবার করোনা পরীক্ষা করলেই হবে। করোনার সংক্রমণ থাকায় এবারও সরাসরি সংসদ ভবনে গিয়ে অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ অধিবেশনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে, সেখান থেকে সংবাদ সংগ্রহ করতে ইতোমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, অধিবেশন সংক্ষিপ্ত হলেও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাশ হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনে নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তি হতে পারে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More