সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন

চুয়াডাঙ্গার বেগমপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকালে জেলা প্রশাসক

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল বুধবার বেলা ১১টায় ইউনিয়ন এলাকার ২০১৯২০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক প্রদান করা হয়। এলজিএসপি প্রকল্পের আওতায় বৃত্তিপ্রদান, মেধাবি গরীব শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় প্রধান অতিথি বলেন, এগিয়েছে বিশ্ব; এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই একটি অংশ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ। সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা প্রকল্প কর্মসূচি গ্রহণ করেছে। আর এসব কর্মসূচি বাস্তাবায়ন হয়ে থাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। তাই ইউনিয়ন পরিষদকে অধিকতর জনকল্যাণমুখি করে গড়ে তুলতে হবে জনপ্রতিনিধিসহ সকলকে। সেই সাথে সকলের সহযোগিতায় একদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে উঠবে। আর সোনার বাংলা গড়ে তুলতে পারলে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ পরামর্শের জন্য বক্স আছে। আপনারা আপনাদের মতামত দিবেন। আমি তা দেখে সমাধান করার চেষ্টা করবো।
বেগমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, আসলাম উদ্দিন, আসাবুল হক প্রমুখ। ইউপি সচিব আসাবুল হক মাসুদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আক্কাচ আলী, আলী কদর, আবুসালেহ, জিল্লুর রহমান, এরেঙ , আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম, কায়েস উদ্দিন, আবু বক্কর, ডাক্তার শফিকুল ইসলাম শফি প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভের ফলক উন্মোচন, নামাজের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মধ্যে চেক প্রদান বাইসাইকেল বিতরণ করেন

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More