সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের জেলা কার্যালয় উদ্বোধনকালে কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের কেদারগঞ্জ নতুনবাজার মার্কেটের দ্বিতীয়তলায় এ কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সহসভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিল আহমেদ জুয়েল। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু সভাপতিত্বে উদ্বোধনকালে কেন্দ্রীয় সভাপতি বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে, শেখ হাসিনার হাতকে শক্ত করতে এবং আগামীদিনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অন্য যেকোনো সময়ের থেকে এখন সংগঠিত কারণ একঝাক পরীক্ষিত সাবেক ছাত্র নেতাদের নিয়ে তৈরি বর্তমান কেন্দ্রীয় কমিটি। চুয়াডাঙ্গা জেলার সভাপতি সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুও সাবেক পরিক্ষীত ছাত্রনেতা। তার হাত ধরেই চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন হবে এবং যেকোন অপশক্তির বিরুদ্ধে সামনে থেকে লড়াই করবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সংগঠন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংগঠন। আমাদের নিজেদের ভেতর কোনো বিভেদ নয় ঐক্য তৈরি করতে হবে। স্বাধীনতা বিরোধী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের উত্তরসূরি এই জামাত-বিএনপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত বিএনপি সবসময় চক্রান্তে লিপ্ত। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, আবুল হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্মআহ্বায়ক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ইমরান আহমেদসহ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More