স্টাফ রিপোর্টার: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের নামে থাকা ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান। জব্দ হওয়া সম্পত্তিগুলোর মধ্যে নুরুজ্জামানের গাজীপুরের পূর্বাচল নতুন শহরে ১০ কাঠার একটি প্লট ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় সাত শতক জমি। নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগমের নামে থাকা লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় ১১৬ শতক জমি।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.