হজ : প্রথম বাংলাদেশির মৃত্যু : সৌদিতে পৌঁছেছেন ১৩১৯১ জন

মাথাভাঙ্গা মনিটর: এ বছর হজ করতে সৌদি আরবে যাওয়া প্রথম একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল মো. খলিলুর রহমান (৭০) নামের ওই ব্যক্তি মারা গেছেন। খলিলুর রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০১) তিনি সৌদি আরবের মদিনায় পৌঁছান। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এ বছর এখন পর্যন্ত হজযাত্রায় ৩২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৪৫৩ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More