স্টাফ রিপোর্টার: তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি ২৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষকরা। কর্মবিরতির চতুর্থ দিন বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন শিক্ষক নেতারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বেলা তিনটায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও অন্যান্য-ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতারা সভায় তাদের তিন দফা দাবির প্রতিটি দফার পক্ষে জোরালো বক্তব্য দেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.