৩য় গ্রেডে উন্নীত হলেন চুয়াডাঙ্গাসহ দেশের ৯৫ সরকারি কলেজের অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার: সরকারি কলেজের ৯৫ জন অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতোপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিলো না। গতকাল রোববার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিলো না। সরকারি কলেজসমূহের মধ্যে অর্নাস এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজসহ মোট ৯৫টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।

বিভাগীয় শহরের যে ৯টি কলেজের অধ্যক্ষের গ্রেড পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো রাজধানীর ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ; ময়মনসিংহের অধ্যক্ষ আনন্দমোহন কলেজ, চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ, সিলেটের এমসি কলেজ, রাজশাহীর রাজশাহী কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, খুলনার সরকারি বিএল কলেজ এবং বরিশালের সরকারি বিএম কলেজ।

এছাড়াও রয়েছে, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ঝিনাইদহের সরকারি কে.সি. কলেজ, কুষ্টিয়ার কুষ্টিয়া সরকারি কলেজ, যশোরের যশোর সরকারি সিটি কলেজ, সরকারি এম এম কলেজ; মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সাতক্ষীরার সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ; বাগেরহাটের সরকারি পি.সি. কলেজ, খুলনার খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ; নড়াইলের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।

অন্যান্য জেলার কলেজগুলো হলো ঢাকার সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ; নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টংগী সরকারি কলেজ; নরসিংদীর নরসিংদী সরকারি কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ; গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, শরীয়তপুরের শরীয়তপুর সরকারি কলেজ, মাদারীপুরের সরকারি নাজিমউদ্দীন কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ; ময়মনসিংহের মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, নেত্রকোনার নেত্রকোণা সরকারি কলেজ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ, শেরপুরের শেরপুর সরকারি কলেজ। টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, সরকারি এম এম আলী কলেজ, কুমুদিনী সরকারি মহিলা কলেজ; বরিশালের বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ; পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, ভোলার ভোলা সরকারি কলেজ, পটুয়াখালীর পটুয়াখালী সরকারি কলেজ, রাজশাহীর রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁর নওগাঁ সরকারি কলেজ, সাপাহার সরকারি কলেজ, সাপাহার; নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ; জয়পুরহাটের জয়পুরহাট সরকারি কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, শহীদ বুলবুল সরকারি কলেজ; সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সরকারি আকবর আলী কলেজ। রংপুরের রংপুর সরকারি কলেজ, গাইবান্ধার গাইবান্ধা সরকারি কলেজ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সরকারি কলেজ, নীলফামারীর নীলফামারী সরকারি কলেজ, লালমনিরহাটের লালমনিরহাট সরকারি কলেজ, দিনাজপুরের দিনাজপুর সরকারি কলেজ, ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, পটিয়া সরকারি কলেজ; কক্সবাজারের কক্সবাজার সরকারি কলেজ, রাঙ্গামাটির রাঙ্গামাটি সরকারি কলেজ, খাগড়াছড়ির খাগড়াছড়ি সরকারি কলেজ, বান্দরবানের বান্দরবান সরকারি কলেজ। নোয়াখালীর নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ; ফেনীর ফেনী সরকারি কলেজ, কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ; ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, চাঁদপুরের চাঁদপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজারের মৌলভীবাজার সরকারি কলেজ, সুনামগঞ্জের সুনামগঞ্জ সরকারি কলেজ এবং রাজবাড়ীর রাজবাড়ী সরকারি কলেজ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More