‘৩৬ জুলাই একটি অনিবার্য বিপ্লবের সুবহে সাদিক’

স্টাফ রিপোর্টার:২০২৪ সালের ৫ আগস্ট তথা ‘৩৬ জুলাই একটি অনিবার্য বিপ্লবের সুবহে সাদিক’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ছাত্রশিবির সভাপতির সেই পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘জুলাই আমাদেরকে শিখিয়েছে কীভাবে ন্যায়ের পক্ষে লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়। কীভাবে সব দল মতকে এক কাতারে শামিল করতে হয়। জীবনের বিনিময়ে স্বাধীনতার স্বাদ নিতে হয়। কীভাবে করে নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচিয়ে দিতে হয়।

কিন্তু, জুলাই আমাদেরকে এখনো শেখাতে পারেনি কীভাবে একটি রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে হয়। কীভাবে দুর্নীতি মুক্ত আমলাতন্ত্র ও মানবিক প্রশাসন ঢেলে সাজাতে হয়। শেখাতে পারেনি, কীভাবে সবার জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হয়।

তবে হ্যাঁ জুলাই একটি প্রজন্ম তৈরি করেছে, যারা সততা ও দক্ষতা দিয়ে এদেশকে গড়ার স্বপ্ন দেখে। তারা চায় বিভাজনের রাজনীতির কবর দিয়ে ঐক্যবদ্ধ সবার বাংলাদেশ গড়ে তুলতে।

জুলাইয়ের স্পিরিট আমাদেরকে সুবহে সাদিক অতিক্রম করে একটি প্রভাতের দিকে নিয়ে যাবে। প্রজন্ম তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ ঠিকই খুঁজে নেবে। এর জন্য প্রয়োজন বিশ্রামহীন নিরলস সংগ্রাম ও প্রচেষ্টা। সব প্রকার জুলুমের মূলোচ্ছেদ করে একটি আদর্শ সমাজ গড়তে আমরা থামবো না। আমাদের স্বপ্ন চূড়ান্ত বিপ্লব।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More