করোনা ভাইরাস রোধে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের চলমান কার্যক্রম

 

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সেনা বাহিনী পরিচালিত বিভিন্ন কার্যক্রমএর ধারাবাহিকতায়, সেনাবাহিনীর পক্ষথেকে আজও যশোর সেনানিবাসের সেনাসদস্যরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে। রমজান মাস উপলক্ষ্যে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটারিং, ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক বক্তব্য প্রদান, রাস্তায় অপ্রয়োজনীয় যানবাহন নিয়ন্ত্রণ, যশোর সেনানিবাস কর্তৃক মাগুরায় স্থাপনকৃত কন্টাক্টট্রেসিং পোষ্ট তদারকিকরা, সরকারী নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ের মধ্যে দোকানবন্ধ করতে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় বক্তব্য প্রদান, নিত্যপ্রয়োজনীয় কাজে বাহিরে বের হলে মাস্ক পরিধান করতে উৎসাহ প্রদানসহ নানাবিধকার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে বেনাপোলস্থল বন্দর দিয়ে আগত নাগরিকদেরকে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও চলমান পরিস্থিতি মোকাবেলায় আজও দেশের বিভিন্নস্থানে ছিন্নমূল এবং সত্যিকারের দুস্থ মানুষের বাড়ীবাড়ী খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি প্রত্যন্তগ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের ক্ষেত থেকে বিভিন্ন ধরনের সবজিক্রয় করে চাষীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেয়া এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শস্য/সবজি/ফলে’র বীজ বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫পদাতিক ডিভিশন।

দেশের ক্রান্তি কালে বরাবরের মতো করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে রয়েছে। অতীতের মতো বর্তমানেও এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় মানব কল্যাণমূলক যে কোন প্রকার কার্যক্রমে যশোর সেনানিবাসের সকল সদস্য যশোর অঞ্চলের জনগনের পাশেই থাকবে বলে জানানো হয়েছে।

১।             চলমান করোনা পরিস্থিতিতে শনিবারও দেশেরবিভিন্ন স্থানেঅসহায়এবংসত্যিকারের দুস্থ মানুষেরমাঝেখাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

২।             করোনা পরিস্থিতিতে থমকে যাওয়া পঙ্গু, অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের মাঝে শনিবার ২ মে বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

 

৩।            সরকারী আদেশ অমান্য কওে গাড়ীনিয়ে রাস্তায় বের হওয়ায় এক ইজিবাইক চালক ও যাত্রীদেও জিজ্ঞাসাবাদ করেন যশোর সেনানিবাসের এক সেনাসদস্য।

৪।             চলমান করোনা পরিস্থিতির মধ্যে প্রয়োজনীয় কাজে বাইরে বেরহলে মাস্ক পরিধান করতে এক পথচারীকে প্রেষণাপ্রদানকরছেনযশোর সেনানিবাসের এক সেনাসদস্য।

৫।            সরকারী আদেশ অমান্য কওে দোকান খোলারাখা ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত এভাবেই প্রেষণা প্রদান কওে যাচ্ছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

৬।            কোভিড-১৯ মোকাবেলায়যশোর সেনানিবাস কর্তৃক স্থাপনকৃত কন্টাক্ট ট্রেসিং পোষ্ট তদারকি করছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

৭।            করোনা পরিস্থিতি মোকাবেলায়যশোর সেনানিবাস কর্তৃক স্থাপনকৃত কন্টাক্ট ট্রেসিং পোষ্ট পরিদর্শন করছেন যশোর সেনানিবাসেরএক উর্দ্ধতন কর্মকর্তা।

৮।            করোন াপরিস্থিতি মোকাবেলায় যশোর সেনানিবাস কর্তৃক স্থাপনকৃত কন্টাক্ট ট্রেসিংপোষ্ট পরিদর্শন করছেন যশোর সেনানিবাসের এক উর্দ্ধতনকর্মকর্তা।

৯।             করোনা দুর্যোগ পরবর্তীপরিস্থিতি কাটিয়ে উঠতে গৃহেরপতিত কোনজমিই যেনঅনাবাদীনাথাকে সে জন্য অসহায়এবং দুস্থ মানুষেরমাঝেবিভিন্ন শস্য/সবজি/খাদ্যবীজবিতরণকার্যক্রম অব্যাহত রেখেছেযশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More