অনেক সময় কাটিয়েছি, সারার সব কিছু জেনেছি: আদিত্য

স্টাফ রিপোর্টার: বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমবিচ্ছেদের পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন। বিচ্ছেদের পর নাকি সাবেক প্রেমিককে প্রায় ১০০ বার ফোন করেও সাড়া পাননি চাঙ্কি পান্ডেকন্যা।

দীর্ঘ দিন বিষণ্ণ ছিলেন অভিনেত্রী। অবশেষে আম্বানিদের কর্মী ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমে পড়েন অনন্যা। অন্যদিকে আদিত্যের প্রেম নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। বিশেষ করে ‘মেট্রো ইন দিনো’ সিনেমায় অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে জুটি বেঁধে চর্চায় উঠে আসেন আদিত্য রায় কাপুর।

এ সিনেমার প্রচারে আদিত্যের সঙ্গে ‘অতি ঘনিষ্ঠ’ভাবেই দেখা গেছে সাইফকন্যাকে। পরিচালক করণ জোহরের অনুষ্ঠানে সারা অবশ্য আগেই অনন্যাকে জানিয়ে দিয়েছিলেন, বন্ধুর সাবেকের দিকে তিনি তাকাবেন না, এমন কথা দিতে প্রস্তুত নন। অনুরাগ বসু পরিচালিত সিনেমার প্রচারেও তাই বারবার আদিত্যের সঙ্গেই দেখা গেছে তাকে। কখনো তিনি আদিত্যের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত, আবার কখনো আদিত্যের হাতে হাত রেখে প্রচারে। এসব নিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেছেন আদিত্য কাপুর।

অভিনেতা বলেন, রসায়ন এমন একটি বিষয়, যেটি আগে থেকে বসে পরিকল্পনা করে তৈরি করা যায় না। এটি তো কোনো জাদু নয়। হয় রসায়ন থাকবে, না হয় থাকবে না। এবার বাকিটা দর্শক কীভাবে দেখবে তার ওপর। সিনেমার গল্প ও পরিচালকের ওপরেও অনেক কিছু নির্ভর করে।

আদিত্য বলেন, আমাদের আগে পরিচিতি ছিল না। সামাজিকভাবে চিনতাম মাত্র পরস্পরকে। সিনেমার জন্য ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়ে অন্যভাবে সারাকে চিনেছি।

তিনি বলেন, কাজের ক্ষেত্রে সারার বিষয়ে সব কিছু জেনে ফেলেছি। সিনেমার প্রচারে আরও বেশি সময় কাটিয়েছি। প্রচারের সময়ে আর চরিত্র নয়; নিজেদের মতো করে পরস্পরকে চিনেছি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More