আবার ডেটিংঅ্যাপে সঙ্গী খুঁজছেন সারা!

বলিউড অভিনেত্রী সারা আলি খানের ‘মেট্রো ইন দিনো’ সিনোমার প্রচারে আদিত্য রায় কাপুরের সঙ্গে রসায়ন নজর কেড়েছে নেটিজেনদের। তারা দাবি করেছেন, আদিত্যের সঙ্গে সারা নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ছিলেন ক্যামেরার সামনেই। তাহলে কি পর্দার বাইরেও প্রেমের রসায়ন তৈরি হয়েছে তাদের মধ্যে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। তবে কয়েক মাস আগেই সারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল রাজনীতির মাঠ কাঁপানো অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। একসঙ্গে দেখাও গিয়েছিল তাদের।

একদিকে আদিত্য, অন্যদিকে অর্জুন— কাকে শেষ পর্যন্ত মন দিয়েছেন সারা আলি খান? নাকি সত্যি সত্যি ডেটিংঅ্যাপে সঙ্গী খুঁজছেন অভিনেত্রী? এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন সাইফকন্যা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সম্পর্কের ক্ষেত্রে ঠিক কেমন মানুষ পছন্দ— এমন প্রশ্নের উত্তরে সারা আলি বলেন, সঙ্গীকে সবার আগে সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এমন সচরাচর ঘটে না বলে মনে করেন তিনি।

অভিনেত্রী বলেন, পুরুষেরাই সব সময় রেস্তোরাঁর বিল দেবেন, এমনটি আমি মানি না। ভাগ করে নেওয়া উচিত। তিনি বলেন, আমি কোথায় যাচ্ছি, কী করছি, সেসব জানতে চাইলেও আমার কোনো অসুবিধা নেই। তবে মোবাইলে যদি ‘ট্র্যাকার’ লাগিয়ে আমাকে অনুসরণ করা হয় অথবা আমাকে যদি কথায় কথায় প্রমাণ দিতে হয়, তা হলে সমস্যা হতে পারে।

এমন সঙ্গী কি তাহলে ডেটিংঅ্যাপ খুঁজছেন সারা? এ প্রশ্নের উত্তরে সারা আলি বলেন, আমি কখনো ডেটিংঅ্যাপ ব্যবহার করিনি। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে, তা নিয়ে কোনো অসুবিধাও নেই।

অভিনেত্রী বলেন, কিন্তু আমার মনে হয়, একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই তাকে বোঝা যায়। সব কিছুই আজকাল ডিজিটাল হয়ে গেছে ঠিকই, তাই বলে সঙ্গীকেও যদি সেই ডিজিটাল মাধ্যমেই খুঁজতে হয়, সেটি আমার খুব একটা ভালো লাগবে না।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More