‘আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো’

স্টাফ রিপোর্টার:বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে বিবেক ওবেরয়ের বচসার কথা একটা সময়ে বলিউডের চর্চায় থাকত। সেই সময় সংবাদ সম্মেলন করে সালমানের নামে বেশ কিছু অভিযোগ করেছিলেন বিবেক। সংবাদ সম্মেলনের পর জীবন বদলে গিয়েছিল অভিনেতার। হাতছাড়া হয়েছিল বহু কাজ। আজও কি সেই ঘটনা মনে পড়ে বিবেকের? সম্প্রতি সেই কথা জানালেন অভিনেতা, এখন তিনি সেই অতীত হেসে উড়িয়ে দেন।

এর আগে ২০০৩ সালে সংবাদ সম্মেলনে করে বিবেক ওবেরয় জানিয়েছিলেন, সালমান তাকে অনবরত হুমকি দিচ্ছেন। সেই সময়ে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই সালমান নাকি তাকে হুমকি দিয়ে আসছিলেন। বলিউড সেই ঘটনায় চমকে গিয়েছিল।

বিবেক বলেন, এখন আর আমি এ বিষয়গুলো নিয়ে ভাবি না। আমার সঙ্গে কী ঘটেছিল, মনেও রাখিনি আর। কিন্তু একটা বিষয় ভুলতে পারা খুব কঠিন ছিল। পুরো ঘটনায় আমার বাবা-মায়ের ওপর দিয়ে যা গিয়েছিল এবং ওদের প্রতিক্রিয়া যেমন ছিল, তা হেসে উড়িয়ে দিতে পারিনি। ওদের চোখের পানি ভুলে যাওয়া সহজ ছিল না।

শুধু বিবেক একাই নন; তার পরিবারও পেয়েছিলেন একাধিক হুমকি বার্তা। অভিনেতা বলেন, এমন একটা সময় এসেছিল, যখন সবাই আমাকে বয়কট করেছিল। আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না। বহু সিনেমা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমার বাবা-মা ও বোনকেও হুমকি দেওয়া হতো।

ব্যক্তিগত জীবনও বিধ্বস্ত হয়ে গিয়েছিল বিবেকের। অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেতা বলেন, খুব ভেঙে পড়েছিলাম। আর পাঁচজনের মতো আমিও মায়ের কাছে গিয়ে খুব কেঁদেছিলাম। বেশ কিছু দিন পর অভিনয়ে ফিরেছিলেন বলে জানান বিবেক ওবেরয়।

উল্লেখ্য, খুব শিগগির বিবেককে দেখা যাবে ‘মাস্তি ৪’ সিনেমায়। ইতোমধ্যে ১ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলার মুক্তি পেয়েছে। বিবেক ছাড়াও এ সিনেমায় আরও আছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জেনেলিয়া ডি’সোজা, নারগিস ফাখরি, তুষার কাপুর, শাহাদ রন্ধাভা, এলনাজ নুরুজি, রুহি সিং প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More