উর্বশীর লাবুবু পুতুলে সাজানো দামি ব্যাগ চুরি

স্টাফ রিপোর্টার:বিনোদন জগতে পা রাখার পর থেকেই বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলার বিতর্কিত কর্মকাণ্ড, নিজের বক্তব্য এবং লুকের জন্য মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ট্রলের শিকার হয়ে আসছেন। তিনি মুখ খুললেই বিতর্ক। কখনো নিজের নামে মন্দিরের কথা বলে হাসির রোল তুলেছেন, আবার কখনো কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে তির্যক মন্তব্যের শিকার হয়েছেন।

এবার উর্বশীর দাবি— লন্ডনে নাকি তার ব্যাগ চুরি হয়ে গেছে তার। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজেই এ দাবি করেছেন অভিনেত্রী। কিছু দিন আগেই মুম্বাই থেকে গিয়েছিলেন উইম্বলডনে। তখনই নাকি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে চুরি হয়ে যায় তার দামি ব্যাগ। নিজের বিমানের বিশদ বিবরণ দিয়ে সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার আর্জি ও জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পরনে ছিল সাদা রঙের একটি ঘেরওয়ালা পোশাক। তবে সে দিন নজর কেড়েছিল উর্বশীর বাদামি রঙের বহুমূল্য হাতব্যাগটি। কারণ ব্যাগের সঙ্গে চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়েছিলেন তিনি।

নামি ব্র্যান্ডের সেই ব্যাগের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন উর্বশী রাউতেলা। সেই সঙ্গে বিমানের টিকিটের ছবিও শেয়ার করেছেন তিনি। বিমান সংস্থার কথা উল্লেখ করে উর্বশী লিখেছেন— অবিচার সহ্য করার অর্থ, ফের অবিচার হতে দেওয়া। তবে বিমানবন্দর বা বিমান সংস্থার তরফ থেকে বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে ১৩ জুলাই উম্বলডন গিয়েছিলেন উর্বশী রাউতেলা। তার পরনে ছিল সাদা রঙের একটি ঘেরওয়ালা পোশাক। তবে সেই দিন নজর কেড়েছিল উর্বশীর বাদামি রঙের বহু মূল্যবান হাতব্যাগটি। কারণ ব্যাগের সঙ্গে চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়েছিলেন তিনি। লাবুবু পুতুলগুলো আসল না কি নকল, তা নিয়েও বিতর্কে পড়েছিলেন উর্বশী।

অভিনেত্রীকে চলতি বছরের শুরুতে দেখা যায় ‘ডাকু মহারাজ’ সিনেমায়। সেই সিনেমায় প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণনের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচ করে বিতর্কে পড়েছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী উর্বশী রাউতেলা ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ের পর মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করার খ্যাতি অর্জন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More