উর্মিলার ৮ বছরের সংসার ভাঙল, তখন প্রেম মানেনি ১০ বছরের ব্যবধানও

প্রেমের সম্পর্কে বয়সকে কখনোই গুরুত্ব দেননি বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতারকে ভালোবেসেই বিয়ে করেছিলেন তিনি। যদিও স্বামীর চেয়ে ১০ বছরের বড় ছিলেন ঊর্মিলা, তবু তা আট বছরের সংসারে বাধা হয়ে দাঁড়ায়নি। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়াল তাদের সম্পর্ক।

১৯৭৪ সালে জন্ম নেওয়া ঊর্মিলা মাত্র তিন বছর বয়সেই চলচ্চিত্রে অভিষেক করেন ‘কর্ম’ সিনেমার মাধ্যমে। বর্তমানে তার বয়স ৫০ বছর। অন্যদিকে মহসিন জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে, পেশায় তিনি কাশ্মীরি এমব্রয়ডারি ডিজাইনের ব্যবসায়ী।

২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে প্রথম পরিচয় হয় ঊর্মিলা ও মহসিনের। দু’বছর পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তারা।

তবে ২০২৪ সালের শুরু থেকেই তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রথমে বিষয়টি নিয়ে চুপ থাকলেও শেষ পর্যন্ত আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

বলিউডে বয়সের ব্যবধান থাকা দম্পতির উদাহরণ নতুন নয়। যেমন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস—যেখানে প্রিয়াঙ্কা নিকের চেয়ে ১০ বছরের বড়। তবে প্রিয়াঙ্কা-নিক সংসার টিকিয়ে রাখলেও ঊর্মিলা-মহসিনের আট বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটল বিচ্ছেদে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More