একসঙ্গে একই মঞ্চে কাজল-টুইঙ্কেল

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নাকে কোনো সিনেমার পর্দায় নয়; এবার দেখা যাবে মঞ্চে। একটি রিয়্যালেটি টকশো উপস্থাপনা করতে চলেছেন এ দুই অভিনেত্রী। অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) প্রাইম ভিডিওর তরফ থেকে এ আপডেট দেওয়া হয়েছে।

অনুষ্ঠানটির নামেই বলে দিচ্ছে— এটি একটি এমন টকশো হতে চলেছে, যা আগামী দিনে একাধিক তারকার অজানা কথা সামনে নিয়ে আসবে। এ নিয়ে তৈরি হতেও পারে বিতর্ক। এ অনুষ্ঠানটি যে নিঃসন্দেহে করণ জোহরের অনুষ্ঠানকে টেক্কা দেবে, সেটি এখন থেকেই অনুমান করতে পারছেন দর্শকরা।

তবে উপস্থাপকদের নাম ঘোষণা করা হলেও এটি কবে এবং কখন থেকে সম্প্রচার করা হবে, তা এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে কোন কোন অতিথি আসবেন, সেই তালিকাও এখনো অজানা।

অ্যামাজন প্রাইম ভিডিও থেকে যে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে, সেখানে কাজল ও টুইঙ্কেল দুজনকেই অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে। যেন কোনো কিছু দেখে ভীষণ অবাক হয়েছেন তারা। ছবির ক্যাপশনে লেখা হয়েছে— তারা তো চা খেয়ে নিয়েছেন, কিন্তু মিস করার মতো আরও অনেক কিছু রয়েছে।

‘৯০ দশকের এ দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখে ভীষণ খুশি দর্শকরা। করণ জোহরের টকশো জনপ্রিয় হওয়ার পর এবার এ অনুষ্ঠানটি জনপ্রিয় হবে বলে এমনটিই দাবি দর্শকদের। তবে প্রথমেই অক্ষয় কুমার ও অজয় দেবগনকে এ অনুষ্ঠানে ডাকার আবেদন জানিয়েছেন দর্শকরা।

উল্লেখ্য, অভিনেত্রী কাজলের সর্বশেষ ‘মা’ সিনেমায় অভিনয় করেছেন।। এই আধ্যাত্মিক পৌরাণিক ভৌতিক সিনেমাটি মুক্তি পায় গত ২৭ জুন। এ অভিনেত্রীর সিনেমা ‘সরেজমিন’ আগামী ২৫ জুলাই জিও হটস্টারে মুক্তি পাবে। অন্যদিকে টুইঙ্কল এখন সিনেমা জগৎ থেকে অনেক দূরে থাকলেও তিনি নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More