ওটিটিতে শাকিবের ‘তাণ্ডব’

স্টাফ রিপোর্টার:ঢালিউডের কিং শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা ব্যবসা সফল হয়েছে। এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় ‘তাণ্ডব’ সিনেমাটির সহপ্রযোজক হিসেবে ছিল চরকি ও নির্মাণ সহযোগিতায় দীপ্ত।

পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্টে চরকি ও হইচই–এ দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি দিচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

এর আগে ঈদে মুক্তি পাওয়ার সাত দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল সিনেমা ‘তাণ্ডব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।

এ সিনেমার মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বড়পর্দায় অভিষেক হয়। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকেও। এ ছাড়া আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, একে আজাদ সেতু, এফএস নাঈম, শিবা শানু প্রমুখ।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রসঙ্গে রায়হান রাফী বলেন, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More