ওরম্যাক্স জরিপে দক্ষিণী তারকাদের দাপট, নাম নেই সালমান-শাহরুখের

স্টাফ রিপোর্টার: বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রির তারকাদের অভিনয় দক্ষতা, স্টারডম ও ভক্তদের ভালোবাসার বিবেচনায় দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের তালিকা-২০২৫ প্রকাশ করেছে অরম্যাক্স মিডিয়া।

জুন মাস পর্যন্ত শীর্ষ ১০-এর তালিকায় দক্ষিণী তারকাদের দাপট আবারও দেখা গেছে। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস, ঠিক তেমনি পেছনে ফেলেছেন কিং খান শাহরুখকে ‘পুষ্পা ২’খ্যাত তারকা আল্লু অর্জুন। আর এ তালিকায় জায়গা পাননি বলিউডের দুই খ্যাতনামা— ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান।

অরম্যাক্স মিডিয়া সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন মাসের আপডেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ অভিনেতার তালিকা থেকে বাদ পড়েছেন সালমান খান ও আমির খান। তবে বলা বাহুল্য, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আধিপত্য বলিউডের অনেক তারকার কাছে যেন এক সতর্কবার্তা হয়ে এলো।

এ তালিকার প্রথম হয়েছেন প্রভাস। ‘কাল্কি ২৮৯৮ এ ডি’-র মতো বড় বাজেটের সিনেমা ও ভক্তদের আবেগ মিলিয়ে সে জায়গা ধরে রেখেছেন এ অভিনেতা। দ্বিতীয় স্থানে আছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। তৃতীয় স্থানে উঠে এসেছেন স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই সামাজিক মাধ্যমে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

চতুর্থ স্থানে নেমে গেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জওয়ান’ ও ‘ডানকি’-র সাফল্য সত্ত্বেও তিনি শীর্ষ তিনের বাইরে অবস্থান করছেন। পঞ্চম থেকে অষ্টম স্থানে রয়েছেন একে একে দক্ষিণী তারকা—অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর ও রামচরণ।

আবার নবমে আছেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। এ অভিনেতা ভিন্নধর্মী চরিত্রে অভিনয় হয়তো তাকে এ তালিকায় টিকিয়ে রেখেছে। দশম স্থানে উঠে এসেছেন নানি। ‘হিড়োহি’ বা ‘দাসরা’র মতো সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More