কাঁদতে কাঁদতে স্বামীর পরকীয়ার প্রমাণ প্রকাশ করলেন অভিনেত্রী

স্টাফ রিপোর্টার:পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ রিয়া গাঙ্গুলী বিয়ে করেন পরিচালক অরিন্দম চক্রবর্তীকে। প্রথমে সবকিছু ঠিক থাকলেও পরে তাদের সম্পর্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। আর সে কারণে একসময় রিয়া জানান তিনি অরিন্দমের থেকে বিচ্ছেদ চান। স্বামীর বিরুদ্ধে একাধিক নারী সঙ্গের অভিযোগ তোলেন রিয়া।

এরপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দুই সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফের কিছু দিন আগে অরিন্দম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে রিয়ার বিস্ফোরক মন্তব্য। তারপর লাইভে এসেও নানা অভিযোগ করেন অভিনেত্রী।

আর তার সেই লাইভের পরিপ্রেক্ষিতে রিয়ার স্বামী অরিন্দম চক্রবর্তীও একটি লাইভ করেন। সেখানে তিনি রিয়াকে চ্যালেঞ্জ করেন যে, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে লিভ ইন করছেন, তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন। তা ছাড়া রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন অরিন্দম।

সেসব নিয়েই এবার লাইভে এসে অনুরাগীদের সঙ্গে কথা বললেন রিয়া। অভিনেত্রী বললেন, এটা হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্ত ভাবে, ঠান্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে পথচলা শুরু। তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটি আজ আর নেই।

এদিকে রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্যপ্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমেই। তাকে বারবার লাইভে কাঁদতে দেখা যায়। আবেগপ্রবণ হয়ে পড়েন এসব বলতে বলতে অভিনেত্রী।

রিয়া বলেন, ‘সে লাইভে এসে বলেছে— পরকীয়া যে কেউ করতে পারে। কিন্তু সেটা যেন অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়। এর প্রভাব তো আমার শিশুদের ওপরও পড়ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More