স্টাফ রিপোর্টার: বহু গুণের অধিকারী প্রখ্যাত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। আজ তার জন্মদিন। ১৯৫৪ সালের আজকের দিনে সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে তিনি নিজে কখনো কিছু করেন না। তবে তার কাছের মানুষরা দিনটি উদ্যাপন করেন।
আফজাল হোসেন বলেন, ‘সত্যি বলতে নিজের জন্মদিন নিয়ে বিশেষ কোনো উচ্ছ্বাস আমার কখনোই থাকে না। প্রিয় কিছু মানুষ দিনটিকে উদ্যাপন করার চেষ্টা করেন। আর বয়স নিয়ে আমি কখনোই চিন্তা করি না। আমি মনে করি, যিনি যে কাজটি করেন, তিনি যদি প্রচণ্ড ভালোলাগা নিয়ে, আনন্দ নিয়ে কাজটি করেন তাহলে তার চেহারাতে তা স্পষ্ট হয়ে ওঠে। অনেকে কাউকে দেখে বলে থাকেন, আপনি তো এখনো আগের মতোই আছেন। তার মানে হলো, সে তার কাজের মাঝে প্রচণ্ড আনন্দ নিয়ে আছে। যা তার চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। সবাই দোয়া করবেন আমার জন্য’।
এদিকে অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে আজ চ্যানেল আইয়ে দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে তারকাকথনের বিশেষ পর্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আফজাল হোসেন।
উল্লেখ্য, টিভি নাটক ও সিনেমাতে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয় জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তরের দশকের শেষ দিকে তিনি টেলিভিশন জগতে প্রবেশ করেন। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.