জায়েদের সেই ছবি ভাইরাল

ঢালিউড অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে এ অভিনেতা। সম্প্রতি উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রচারিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টকশো উপস্থাপনা করছেন এ অভিনেতা। এ টকশোতে প্রতি সপ্তাহে একজন করে তারকা অতিথি হাজির হন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন জায়েদ খান। যেখানে দেখা যাচ্ছে, দুই হাতে ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করছেন তিনি। সেই ছবিটি প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে আসেন এ অভিনেতা। নেটিজেনদের দাবি, ছবিতে নিজের মাসল এডিট করেছেন জায়েদ খান।

এ ছবিতে তার পেছনের দরজাও বাঁকা দেখা যাচ্ছে। আবার অনেকের দাবি, তার শরীরের ওপরের অংশের সঙ্গে নিচের পায়ের অংশের অস্বাভাবিক পার্থক্য রয়েছে। এ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে কমেন্ট করতে দেখা গেছে। এক নেটিজেন লিখেছেন—কেউ দরজার দিকে তাকাও। আরেক নেটিজেন লিখেছেন— ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড়। কেউ কেউ দরজা মার্ক করে দিয়ে লিখেছেন— ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন।

জায়েদ খানের সেই ছবি এখন সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেছে। নেটিজেনদের অনেকে ছবিটিতে দরজার জায়গাটি মার্ক করে শেয়ার করছেন। বিভিন্ন মিমসও চোখে পড়ছে ছবিটি ঘিরে। বলতে গেলে জায়েদের সেই ছবি এখন ভাইরাল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More