দুশমন’ সিনেমার যে দৃশ্যে অস্বস্তি থাকার পরও অভিনয় করেন কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় নানান চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় ও অভিনীত চরিত্র সবসময়ই ভক্তদের পছন্দ হয়েছে। তবে তার একটি সিনেমা রয়েছে, যা তার করা অন্যতম সেরা সিনেমার মধ্যে একটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন তনুজা চন্দ্র।

কাজল ‘দুশমন’ সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। এক বোন ধর্ষিত হয়ে মারা যায়, অন্য বোন তার বোনের ধর্ষকের ওপর প্রতিশোধ নেয়। তিনি এ সিনেমা করতে চাননি, কিন্তু তখন অভিনেত্রী পূজা ভাট তাকে রাজি করান বলে জানান অভিনেত্রী।

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কাজল বলেন, খুব কঠিন চরিত্র ছিল এটি। আমি সিনেমাটি করতে রাজি হইনি। পূজা ভাট সিনেমাটির জন্য আমার কাছে এসেছিলেন। কারণ তিনি এটি প্রযোজনা করছিলেন। অভিনেত্রী বলেন, তিনি চেয়েছিলেন আমি ‘দুশমন’ সিনেমাটি করি। স্ক্রিপ্টটা ভালো লেগেছিল। আইডিয়াটাও দারুণ ছিল, কিন্তু আমি পর্দায় ধর্ষণের দৃশ্য করতে চাইনি। কারণ একজন অভিনেতা হিসেবে আপনাকে প্রতিটি দৃশ্য একই আবেগ নিয়ে করা উচিত। সে জন্যই আমি এ চরিত্রে অভিনয় করতে চাইনি।

কাজল বলেন, সিনেমার পরিচালক তনুজা ও প্রযোজক পূজার সঙ্গে আমাকে বুঝিয়েছিল। ওরা বলেছিলেন এটি নিয়ে চিন্তা কর না। আমরাও তো মেয়ে, আমরা বুঝি সবটা— এ বিষয়টি আমরা দেখে নেব। সে জন্যই একটি বডি ডাবল ব্যবহার করা হবে এ সিনেমায়, সেভাবেই আমরা এটি করব। তোমাকে এমন কিছু করতে হবে না, যাতে তুমি অস্বস্তিতে পড়।

অভিনেত্রী কাজলের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ সে বছর মুক্তি পেয়েছিল, যা ব্লকবাস্টার হয়েছিল। দুটি সিনেমায় বেশ আলাদা ছিল। তবে দুটিতে কাজলের অভিনয় বেশ পছন্দ হয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি কাজল অভিনীত সিনেমা ‘মা’ মুক্তি পেয়েছে, যা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এরপর আগামীতে মুক্তি পাবে তার অভিনীত ‘সরেজমিন’ সিনেমাটি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More