দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী

স্টাফ রিপোর্টার:টালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী দ্বিতীয়বার মা হতে চলেছেন। সম্প্রতি অভিনেত্রী ও তার স্বামী অভিনেতা রাজা গোস্বামী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখে নেটিজেনদের মাঝে গুঞ্জন ছড়িয়েছে— অভিনেত্রী মা হতে চলেছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, মধুবনীর স্ফীতোদরের (ফুলো পেট) সামনে বসে আছেন রাজা গোস্বামী। ছবির ক্যাপশনে মধুবনী লিখেছেন, আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না, একদমই না। কিন্তু জীবন আমাদের চমকে দেওয়ার জন্য নানা রকম মজার রাস্তা খুঁজে নেয়।

অভিনেত্রী আরও লিখিছেন, এ সুখবরটি সম্পূর্ণ অপরিকল্পিত। মধুবনী বলেন, সত্যি বলতে আমরাও এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। যেহেতু বিষয়টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আগামীকালের দিনটাই বেছে নিয়েছি।

অভিনেত্রী লিখেছেন, সুখবরই দেব। তবে আমার বিউটি পার্লারের সঙ্গে এর কোনো যোগ নেই। এটি অন্য বিষয়। মধুবনীর এ পোস্টে তার ভক্তরা ধরে নিয়েছেন যে তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে।

ইতোমধ্যে এ তারকা জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সেটিও হতে পারে। তবে এখনই খোলাসা করে কিছু বলা যাবে না।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More