স্টাফ রিপোর্টার:র্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। ‘কাভার সং’ দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। পরবর্তী সময়ে মৌলিক গানও সংযোজিত হয়েছেন তার ক্যারিয়ারে। তবে গত কয়েক বছর ধরে মৌলিক গানেই মনোযোগী এ সংগীতশিল্পী।
সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘সুইসাইড নোট’ শিরোনামের নতুন একটি গান। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এ প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘সুইসাইড নোট শব্দটি শুনলেই অনেক কথার জন্ম দেয়। একজন মানুষ কখন সুইসাইডের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, এটি অনেকের বোঝা সম্ভব নয়। এ গানে তেমন একটা গল্প পাবেন শ্রোতারা।’
গীতিকার বলেন, ‘একজন ব্যর্থ প্রেমিকের গল্প তুলে ধরেছি এ গানে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষটার মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে যায়। অন্যদিকে প্রেমিক আত্মহত্যার মধ্য দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। এমন গল্প ভাবনা থেকে গানটি লিখেছি।’
মাহতিম সাকিব নিয়মিত গান করছেন। এদিকে মাহমিত সাকিব এরইমধ্যে বেশকিছু নতুন গান নিয়েও কাজ করছেন। এগুলো নিয়মিত বিরতিতে প্রকাশ পাবে। পাশাপাশি স্টেজ শোতেও গাইছেন এ সংগীতশিল্পী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.