নিষিদ্ধ সিনেমা ‘আমার শেষ কথা’ আজ মুক্তি পাচ্ছে

নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মোহাম্মদ ইসলাম প্রযোজিত ও পরিচালিত ‘আমার শেষ কথা’ সিনেমাটি আজ দেশের মুক্তি পাচ্ছে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও অভিনেত্রী কাজী জারা।

সচেতন ফিল্ম মিডিয়ার ব্যানারে তৈরি হয়েছে এ সিনেমাটি। গল্পের নায়ক মানুষ পাচার করে। একপর্যায়ে নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। তবে একটি ঘটনা বদলে যায় তার জীবন। এমন গল্প নিয়ে ২০২৩ সালে নির্মাণ শেষে ছাড়পত্রের জন্য তৎকালীন সেন্সর বোর্ডে জমা পড়েছিল সিনেমা ‘আমার শেষ কথা’।

কিন্তু চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩-এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বেশ কয়েকটি দৃশ্য আবার শুট করে জমা দেওয়ার পর অবশেষে মেলে মুক্তির ছাড়পত্র।

অথচ ‘আমার শেষ কথা’ সিনেমাটি আজ মুক্তি আগে কোনো অভিনয় শিল্পীকে দেখা যায়নি প্রচারে। প্রযোজনা প্রতিষ্ঠানওকে দেখা যায় নীরবতা পালন করতে। এ প্রসঙ্গে সিনেমার নায়ক জয় চৌধুরী বলেন, প্রযোজকের অপেশাদারত্বের কারণে সিনেমার প্রচার করছেন না তিনি। আমার মনে হয়েছে তিনি একজন অপেশাদার প্রযোজক।

অভিনেতা বলেন, শুটিং শেষ মানে পুরো কাজ শেষ। সিনেমার পোস্টপ্রোডাকশন যে অনেক বড় একটি বিষয়, সেটি তিনি বোঝেন না। তিনি বলেন, ভালো পোস্টপ্রোডাকশন হলে, একটি ভালো ট্রেলার ও গান হলে দর্শকরা আগ্রহী হতেন। অথচ তারা প্রোডাকশনে, প্রচারে খরচ করতে চাননি। যদি পোস্টপ্রোডাকশনের কাজ ভালো হতো, তাহলে দর্শকের কাছে উপভোগ্য হতো।

জয় চৌধুরী বলেন, আমি অনেকবার বুঝিয়েছি, পোস্টপ্রোডাকশনে বেশি জোর দেওয়া উচিত। শেষ পর্যন্ত আমার কথা শোনা হয়নি। সব মিলিয়ে আমার কাছে এর গুণগত মান ভালো লাগেনি, তাই চুপ করে আছি।

অন্যদিকে ‘আমার শেষ কথা’ সিনেমার নায়িকা কাজী জারার অভিষেক সিনেমা এটি। যদিও জানা গেছে, নায়ক জয় চৌধুরীর সম্পর্কে শ্যালিকা হন। জয় চৌধুরীর মতো প্রযোজকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনলেও নিজের প্রথম সিনেমা মুক্তিতে সব ভুলে থাকার কথা বলেছেন কাজী জারা।

অভিনেত্রী বলেন, আমাকে কিছু জানানো হয়নি। এরপরও নিজ উদ্যোগে ফেসবুকে প্রচার চালাচ্ছি। প্রথম সিনেমা মুক্তি পাওয়া যে কোনো শিল্পীর জন্যই অনেক বড় কিছু। প্রযোজক যদি প্রচারে আমাকে চাইতেন, আমি অবশ্যই আসতাম।

‘আমার শেষ কথা’ সিনেমার পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইসলাম নায়ক–নায়িকার অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সাড়া না পাওয়ায় প্রচার করেননি তিনি।

এ নির্মাতা বলেন, অনেক পরিশ্রম করে সিনেমাটি বানিয়েছি। ১৯টি হলে মুক্তি পাচ্ছে। এর মধ্যে যমুনা ব্লকবাস্টারস সিনেপ্লেক্সও আছে। নায়ক-নায়িকা প্রচারে সময় দিলে দর্শকরা আগ্রহী হতো। কিন্তু যোগাযোগ করে তাদের পাইনি।

‘আমার শেষ কথা’ সিনেমায় জয় চৌধুরী ও কাজী জারা ছাড়াও আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More