পর্দার বাইরেও অনন্য আলিয়া, কর্মীদের বাড়ি উপহার দিয়ে আলোচনায়

স্টাফ রিপোর্টার: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুধু পর্দার নয়, বাস্তবজীবনেও এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নিজের গাড়িচালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে মোট এক কোটি রুপি আর্থিক সহযোগিতা করেছেন, যা সত্যি অনন্য ঘটনা।

যদিও আলিয়ার জীবনে এটা নতুন কোনো ঘটনা নয়। এর ২০১৯ সালেও নাকি সুনীল ও অমোল নামের দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি। এবার একেবারে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এ অভিনেত্রী।

আলিয়া ভাটের আয়ের উৎস অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ।

এ অভিনেত্রীর উত্থান রূপকথাকেও হার মানিয়েছে। আলিয়া তার মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকেও ইতোমধ্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন আলিয়া ভাট।

অভিনেত্রী শুধু কাপুর পরিবারের বউমা নন, নিজেই এক বিশাল সাম্রাজ্যের মালকিন। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্যমতে, বলিউডে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি, যা স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পত্তির পরিমাণকেও পেছনে ফেলেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More