পূজা উদ্বোধন করতে কোন তারকা কত টাকা নেন?

স্টাফ রিপোর্টার:আর মাত্র কয়েক দিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কলকাতায় ইতোমধ্যেই চলছে শেষ মুহূর্তের কাজ। এই উৎসবকে কেন্দ্র তৈরি হয় বহু মানুষের উপার্জনের পথও। সে রকমই একটি বিষয় হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন।

প্রতি বছরই বিভিন্ন ক্লাবগুলোতে তারকাদের নিয়ে আসা হয় পূজা উদ্বোধন করার জন্য। পর্দার প্রিয় চরিত্রদের দেখতে সেই মণ্ডপে উপচে পড়ে জনগণের ভিড়। কাদের পূজা কত বড় হলো? সেই নিয়ে চলে প্রতিযোগিতা।

যত নামী তারকা পূজা উদ্বোধন করতে আসবেন, টাকার অঙ্কও ততটাই ভারি হবে।

কারো পারিশ্রমিক হাজারের ঘরে তো কারো অঙ্কটা লাখের ঘরে পৌঁছায়। পূজা উদ্বোধনে খোঁজ পড়ে বড় থেকে ছোট পর্দার তারকাদের।

পূজা উদ্বোধন করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তারকারা? শোনা গেছে, পূজা উদ্বোধনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম টাকা নিয়ে থাকেন টিভি তারকারা।

টালিউড কুইন পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন বাংলাদেশি টাকায় পৌনে ৭ লাখ টাকা। তার থেকে কিছুটা কম পারিশ্রমিক দাবি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তিনি ধার্য করেন সোয়া ৪ লাখ টাকা। এই একই পারিশ্রমিক দেবেরও। অন্যদিকে মিমি চক্রবর্তী পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন সাড়ে ৩ লাখ টাকা।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় উদ্বোধনের জন্য প্রায় সোয়া ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পারিশ্রমিক পৌনে ৩ লাখ টাকা। অঙ্কুশ হাজরাও নাকি পূজা উদ্বোধন করেন পৌনে ৩ লাখ টাকায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়ে থাকেন ২ লাখ টাকা। যশ দাশগুপ্তর জন্য প্রায় ২ লাখ টাকা ধরে রাখা যায়।

এ তো গেল বড় পর্দার অঙ্কটা। ছোট পর্দার তারকারা অর্থাৎ ড্রয়িং রুমের সঙ্গীদের আনতে গেলে কতটা বাজেট রাখতে হবে জানেন কি? যে ধারাবাহিকের টিআরপি যত বেশি তার দর ততটাই। পূজার প্রায় তিন মাস আগে থেকে তারকাদের খোঁজ পড়ে ক্লাবে-ক্লাবে। একসঙ্গে প্রায় ৫০ জন ছোট পর্দার তারকাদের উদ্বোধন কিংবা স্টেজ শো ম্যানেজ করেন একজনই।

‘জগদ্ধাত্রী’ অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক পূজা উদ্বোধনের ক্ষেত্রে চার্জ করে থাকেন প্রায় ৬৫ হাজার টাকা।

জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র চরিত্রাভিনেত্রী সুস্মিতা দে-র পারিশ্রমিক ৬০ হাজারের ঘরে। অন্যদিকে সাহেব ভট্টাচার্য নিয়ে থাকেন প্রায় ১ লাখ টাকা। বর্তমানে বেঙ্গল টপার ‘রাণী ভবানী’, অর্থাৎ অভিনেত্রী রাজনন্দিনী দত্তর এ বছরের পারিশ্রমিক প্রায় ১ লাখ টাকা। অন্যদিকে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জুটি দিতিপ্রিয়া রায় এবং জিতু কামাল নিয়ে থাকেন সোয়া এক লাখ টাকা।

শুভস্মিতা মুখোপাধ্যায় পূজা উদ্বোধন করতে নেন ৬০ হাজার। অভিনেত্রী স্বস্তিকা দত্তের ক্ষেত্রে অঙ্কটা প্রায় ৭০ হাজার টাকা। পল্লবী শর্মার পারিশ্রমিক ৭০ হাজারের কাছাকাছি। বলে রাখা ভালো এদের মধ্যে সবাই একাধিক পূজা ওপেনিং করে থাকেন। উপরোক্ত পারিশ্রমিকগুলোর পরও টাকার অঙ্ক খানিক কম-বেশি হয়ে থাকে। তা নির্ভর করে শহর থেকে ক্লাবগুলোর দূরত্বের ওপর। এ বছরের বুকিং মোটামুটি শেষ হয়ে গেলেও পরের বছরের প্রস্তুতি শুরু করে দিতে পারে‍ন এখন থেকেই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More