ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এখন সিনেমায় নিয়মিত না হলেও পুরো দস্তুর ব্যবসায়ী। তিনি এখন ব্যবসা নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শোরুমের উদ্বোধন, আর নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে এখন তিনি একেবারে পাক্কা ব্যবসায়ী।
সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি এর মধ্যেই কিনে নিয়েছেন অপু বিশ্বাস। এমন খবরই কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর।
একটি সূত্র জানায়, অভিনেত্রী অপু বিশ্বাস নাকি জোর করে প্রিন্স মামুনের সেলুনটি কিনে নিয়েছেন। এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। তিনি বলেন, সেলুনটি তিনজন পরিচালনা করব। আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ— এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.