প্রেমিকার হাত ধরে কলকাতা ছাড়ছেন দেব, যা বললেন অভিনেতা

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দীর্ঘ দিন ধরে চলে আসছে আলোচনা-সমালোচনা। ইন্ডাস্ট্রিতেও চলে এ নিয়ে নানা গুঞ্জন। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্ক নিয়ে বহু শিরোনাম হয়েছে।

সম্প্রতি একটি ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক নিয়ে খোলাখুলি বিভিন্ন কথা বলেছেন অভিনেতা। শুধু তাই নয়, প্রেমিকা অভিনেত্রী রুক্মিণীর ক্যারিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন দেব।

অভিনেতা বলেন, ২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বাইতে যায়, অডিশন দেয় এবং মিটিং করে কলকাতায় ফিরে আসে। আসলে ও অনেক দিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা একা সাহস পাচ্ছিল না।

তিনি বলেন, আমারও মনে হয়, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই তার বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি তাকে না ঠেলি, তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে।

রুক্মিণী মৈত্রর সঙ্গে তিনিও এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন বলে জানান দেব।

সুপারস্টার এই জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে। নেটিজেনদের এই সমালোচনার জবাবে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলেন, গত ১২ বছর ধরে একটা সম্পর্কে রয়েছি। কোনো দিন সেটি নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি, তাহলে আজ কেন উত্তর দিতে হবে? তিনি বলেন, গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না।

মুম্বাইয়েই বেড়ে উঠেছেন দেব। সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ায় হাতছানি। এবার কি বলিউডে ডাক পেলেন দেব? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার। কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত ১০ দিন ওখানে গিয়ে থাকব। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়।

তিনি বলেন, এ ছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানে যেতে হয়। সব মিলিয়ে মাসে অন্তত ১০ দিন আমাকে মুম্বাইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতে হচ্ছে। এই যেমন ‘রঘু ডাকাত’ সিনেমাটি ‘ডলবি অ্যাটমস’ করতে হলেও তখন আমাকে ওখানেই থাকতে হবে। তা ছাড়া কালার কারেকশনের কাজও ওখানেই করানোর ইচ্ছে রয়েছে।

দেব বলেন, আমাদের ‘প্রজাপতি ২’ সিনেমার মিউজিক মিক্সিংয়ের কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধা হবে। তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়। সেটিও খরচ সাপেক্ষ ব্যাপার! সেসবের জন্যই মুম্বাইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি।

এদিকে অভিনেতা টোটা রায়চৌধুরী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎসহ বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই এখন বলিউডে পরিচিত নাম। অদূর ভবিষ্যতে সেই তালিকায় দেবের নামও সংযোজন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More