বলিউডে বেতনের তারতম্য নিয়ে যা বললেন কৃতি শ্যানন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নারী ও পুরুষের পারিশ্রমিকের ক্ষেত্রে মতভেদ নিয়ে কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) একটি অনুষ্ঠানের এক সাক্ষাতকারে অভিনেত্রী দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে চলতে থাকা ‘লিঙ্গবৈষম্য’ বিরুদ্ধে কথা বলেন। একই পরিমাণ কাজ করতে হলে সমান বেতন হবে না কেন বলেও জানান কৃতি শ্যানন।

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে কৃতি শ্যানন একজন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের স্থান। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও অভিনেত্রী আশাবাদী। ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নজরে পড়ার মতো বদল ঘটছে বলেও তার দাবি। কৃতি শ্যানন বলেন, এখন বিষয়ভিত্তিক ছবি ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে। প্রযোজকদের আহ্বান জানান অভিনেত্রী, যাতে তারা নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে আরও খানিক ঝুঁকি নেন।

তিনি বলেন, ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘ক্রু’-র মুখ্য চরিত্রে ছিলেন তিন নায়িকা— কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু। সেই ছবি প্রায় ১৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই উদাহরণ আনেন অভিনেত্রী।

কৃতি শ্যানন বলেন, সব ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি— আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কারণ কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না নারী, সেটি কোনো ব্যাপারই নয়।

পারিশ্রমিকের সে ক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এ আলোচনা আমরা দীর্ঘ দিন ধরে করে আসছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনো মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।

তিনি বলেন, যদি নারীকেন্দ্রিক কোনো সিনেমাও তৈরি হয়, সে ক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক সিনেমার থেকে কম বাজেট ধরা হয়। এর কারণ— প্রযোজকরাও সন্দিহান যে, ওই সিনেমা থেকে যথেষ্ট লাভ হবে কিনা।

অভিনেত্রী বলেন, আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো। যেখানে পুরুষকেন্দ্রিক সিনেমার তুলনায় কোনো নারীকেন্দ্রিক সিনেমা ভালো ব্যবসা করতে পারে না। এবং তারপর ধরেই নেওয়া হয় যে, এ কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More