বাবার পথে হাঁটবেন অজয় কন্যা?

বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগন এখনো বিনোদন জগতে পা রাখেননি। যদিও বলিউডের অনেক তারকা দম্পতির ছেলেমেয়েরা এর মধ্যেই সিনেমায় অভিষেক হয়েছে। এই যেমন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে, সাইফকন্যা সারা আলি খান, শাহরুখকন্যা সুহানা খানসহ আরও অনেকেই আছেন এ তালিকায়।

কিন্তু কাজলকন্যা এখনো ইন্ডাস্ট্রির বাইরে। কিন্তু কেন? তবে কি বাবা-মায়ের পথে হাঁটবেন না নিসা দেবগন? অন্য কোনো পেশা বেছে নেবেন তিনি।

পার্টি করতে বড্ড ভালোবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গেছে তাকে। আবার কখনো পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এ তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এ পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এবার সে কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা?

তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে একসময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন। বুঝিয়েছেন সব কথা গায়ে মাখার দরকার নেই।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মা কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, আমি ওদের বলি— তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে। আবার ক্লাবে গেলেও কিছু লোক নিন্দা করবে। কারণ তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এসব কথা ভেবে মাথা খারাপ করার কোনো মানে নেই।

বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগন এখনো বিনোদন জগতে পা রাখেননি। যদিও বলিউডের অনেক তারকা দম্পতির ছেলেমেয়েরা এর মধ্যেই সিনেমায় অভিষেক হয়েছে। এই যেমন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে, সাইফকন্যা সারা আলি খান, শাহরুখকন্যা সুহানা খানসহ আরও অনেকেই আছেন এ তালিকায়।

কিন্তু কাজলকন্যা এখনো ইন্ডাস্ট্রির বাইরে। কিন্তু কেন? তবে কি বাবা-মায়ের পথে হাঁটবেন না নিসা দেবগন? অন্য কোনো পেশা বেছে নেবেন তিনি।

পার্টি করতে বড্ড ভালোবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গেছে তাকে। আবার কখনো পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এ তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এ পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এবার সে কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা?

তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে একসময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন। বুঝিয়েছেন সব কথা গায়ে মাখার দরকার নেই।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মা কাজল বলেন, আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতোমধ্যে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না। পরবর্তীকালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, আমি ওদের বলি— তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে। আবার ক্লাবে গেলেও কিছু লোক নিন্দা করবে। কারণ তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এসব কথা ভেবে মাথা খারাপ করার কোনো মানে নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More