‘ভক্তদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি, দিনশেষে তারাই আমার সব’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আজ থেকে অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি হয়ে নতুন নাটকের কাজ শুরু করবেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কেয়া পায়েল দেশের বাইরে শুটিং, ঘোরাঘুরিসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

অভিনেত্রী নেপাল ভ্রমণের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এ বিষয়ে কেয়া পায়েল বলেন, হ্যাঁ নেপালের ছবি পোস্ট করেছি। তখন নেপালে শুটিংয়ে ছিলাম। এ নিয়ে অনেকের কাছে বেশ কনফিউশন তৈরি হয়। অনেকেই মনে করছেন— আমি নেপালে আছি।

তিনি বলেন, আসলে শুটিংয়ে গেলে তো কাজের চাপ থাকে। খুব বেশি ছবি পোস্ট করা হয় না। যে কারণে অনেক ছবি রেখে দিই, পরে পোস্ট করার জন্য। এগুলো দুই-চার দিন পরপর পোস্ট করি। এখন ঢাকাতেই আছি।

নেপালে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এবারই প্রথম নেপালে শুটিং করতে গেছি। সঙ্গে ছিলেন পরিচালক তানিমুর রহমান অংশু এবং সহশিল্পী ছিলেন পলাশ। গল্প অনেক সুন্দর। তা ছাড়া নেপালও আমার পছন্দের দেশ। অনেক দেশই আমার পছন্দের। কিন্তু শুটিং থাকলে মন খুলে তেমন কিছুই দেখা হয় না। তবে একদিন শুটিংয়ের ফাঁকে কিছুটা ঘুরেছি।

এখন তো অনেক অভিনয়শিল্পীই বিদেশে স্থায়ী হওয়া কথা ভাবছেন। আপনার কী ইচ্ছা?—এমন প্রশ্নের উত্তরে কেয়া পায়েল বলেন, আমার আপাতত দেশের বাইরে যাওয়ার ইচ্ছা নেই। এখন ভবিষ্যতে কী হবে জানি না। ভবিষ্যৎ নিয়ে তেমন ভাবি না। ভাগ্যে যেটা আছে, হবে।

তিনি বলেন, এখন দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে তো দেশে ব্যবসায় লগ্নি করতাম না। তা ছাড়া দেশে আমার মা-বাবা সবাই রয়েছেন। আমার এখানে ভালো অভিনয় ক্যারিয়ারও রয়েছে।

আপনার কিসের ব্যবসা? উত্তরে অভিনেত্রী বলেন, এক বছর হলো পারলারের ব্যবসার সঙ্গে জড়িত। অভিনয়ের পাশাপাশি এখানে সময় দিই। আর পারলার ব্যবসার জন্য দেশের কোনো তারকার কাছ থেকে অনুপ্রাণিত হইনি। এটা ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। স্বপ্ন দেখতাম। পূরণ হয়েছে।

তিনি বলেন, ভালো লাগা থেকেই নাম লেখানো। এই যে আজ আমার শুটিং নেই, কিছুক্ষণ পরেই পারলারে যাব। সেখানে সময় দেব। এটাই শুধু ভালো লাগা থেকে করা। শুধু যে পারলারে থাকি, তা না। বাসাতেও থাকা হয়। পরিবারের সঙ্গে আড্ডা দেওয়া হয়।

নাটকে লগ্নি কমছে, অনেকেই বেকার হচ্ছেন। এটা আপনার ব্যস্ততায় কোনো প্রভাব ফেলেছে কি? কেয়া পায়েল বলেন, ঈদের পর এমনিতেই কাজের সংখ্যা কম ছিল। সেই সময়ে অনেকেই কাজ করেননি। সেই তুলনায় এখন কাজের সংখ্যা আগের চেয়ে বাড়ছে।

অভিনেত্রী বলেন, ঢাকা, ঢাকার বাইরে এবং দেশের বাইরে নিয়মিত শুটিং হচ্ছে। দুটি নতুন ইউটিউব চ্যানেল এসেছে। ক্যাপিটাল ড্রামা ও বিগ সিটি। নিয়মিত নাটক করছেন। সবাই কিন্তু কাজের জায়গায় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন। ভালো কিছুর চেষ্টা সবারই রয়েছে।

নতুন একটি ইউটিউব চ্যানেলে আপনার নাটক ১৫ মিলিয়ন ভিউ হয়েছে? এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, যে প্ল্যাটফর্মেই নাটক প্রচার হোক না কেন, গল্প ভালো হলে দর্শক দেখবেনই। ‘অনেক দিন পরে’ নামের এই নাটকে আমার সহশিল্পী ছিলেন মুশফিক আর ফারহান। নাটকটির পরিচালক রুবেল হাসান। এ ছাড়া দুদিন আগে প্রচার হয়েছে ‘তুমি আমার বউ’। সহশিল্পী তৌসিফ। এটাও যারা দেখেছেন, প্রশংসা করেছেন। গল্পে সিনেম্যাটিক একটা ফিল ছিল।

এখন তো অভিনয়শিল্পীরা ফেসবুক গ্রুপ খুলে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আপনার এমন গ্রুপ আছে কি? এর উত্তরে অভিনেত্রী বলেন, ফেসবুকে তো ভক্ত গ্রুপ রয়েছেই। ভক্তরা আমার কাজগুলো নিয়ে অনেক আপডেট। কোন কাজ কবে আসবে, আগেই জানতে চান। সামনে কার সঙ্গে শুটিং, সেগুলোও জানাতে হয়। তাদের অনেক আবদার থাকে। এ কারণে তাদের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডাও দিতে হয়। ভক্তদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। দিনশেষে তারাই আমাদের সব বলে জানান কেয়া পায়েল।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More