ভারত-পাকিস্তান তারকার সঙ্গে নাম জড়ানো নিয়ে অভিনেত্রীর ব্যাখ্যা

ক্রিকেট ইতিহাসে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৮২টি সেঞ্চুরির সাহায্যে তৃতীয় সর্বোচ্চ ২৭ হাজার ৫৯৯ রান করে কিংবদন্তির কাতারে বিরাট কোহলি।

অন্যদিকে পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কোচিং পেশায় জড়িয়ে আছেন।

ভারতের বিরাট কোহলি আর পাকিস্তানের আব্দুল রাজ্জাকের সঙ্গে নাম জড়িয়ে যায় ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে। সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমে ছড়িয়ে যায় আব্দুল রাজ্জাককে বিয়ে করতে যাচ্ছেন তামান্না। একই ভাবে এই অভিনেত্রীর নাম জড়ায় ভারতীয় সাবেক অধিনায়কের সঙ্গেও।

সম্প্রতি একটি ইন্টারভিউয়ে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তামান্না ভাটিয়া জানান, একটা মিথ্যে খবর কীভাবে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তা আমার জানা নেই।

অভিনেত্রী জানান, একটি জুয়েলারি স্টোরের উদ্বোধন করতে গিয়ে আবদুল রাজ্জাকের সঙ্গে তার দেখা হয়েছিল। আর সেই ছবি প্রকাশ্যে আসতে না আসতেই লোকজন একের পর এক ভিত্তিহীন জল্পনা করতে শুরু করেন।

অভিনেত্রী বলেন, ‘মজা করতে হবে বলে আবদুল রাজ্জাকের সঙ্গেই করতে হবে। ইন্টারনেট সত্যিই একটা হাস্যকর জায়গা। সোশ্যাল মিডিয়ায় তো আমি এমনও খবর দেখেছি যে আবদুল রাজ্জাকের সঙ্গে আমার নাকি কয়েকদিনের জন্য বিয়েও হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আপনার ২-৩ সন্তান রয়েছে। আপনার জীবনের ব্যাপারে আমি কিছু জানি না। তবে এটা অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।’

শুধুমাত্র আবদুল রাজ্জাক নন, ভারতের কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তামান্না ভাটিয়ার নাম জড়িয়ে পড়েছিল। এই গুজবের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তামান্না বললেন, ‘এই ব্যাপারগুলো সত্য়িই আমার খুব লাগে। কারণ ওর সঙ্গে একবারই মাত্র আমার দেখা হয়েছিল। এরপর থেকে বিরাটের সঙ্গে আমার আর কখনও দেখা হয়নি।’

ওই অভিনেত্রী আরও যোগ করেন, ‘এ ধরনের ঘটনাগুলো আমার খুব অদ্ভুত লাগে। অনেক সময় সংবাদমাধ্যমেও এই ঘটনাগুলোকে হাওয়া দেওয়া হয়। এমন একজন মানুষের সঙ্গে আমার নাম যোগ করা হয়, যার সঙ্গে আমার কোনও যোগাযোগই থাকে না। তবে এই ব্যাপারগুলো তো আর আপনার হাতে নেই।’

তামান্না আরও বললেন, ‘আমি নির্দিষ্ট সময় অন্তর নিজেকে গুগল করতে ভালোবাসি। দর্শকরা আমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, সেটা জানার চেষ্টা করি। একজন অভিনেত্রী হওয়ার কারণে লোকজন আমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে, সেটা জানা উচিত।’

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More