মামলা থেকে রেহাই পাচ্ছেন না জ্যাকুলিন ফার্নান্দেজ

সদ্যই মাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই শোকে প্রলেপ পড়ার আগেই ফের নতুন করে বিপর্যয়ের সম্মুখীন তিনি। সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপকাণ্ডের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তিনি। বৃহস্পতিবার (৩ জুলাই) — দিল্লি হাইকোর্টে এ আবেদন জানিয়েছিলেন লংকান অভিনেত্রী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জ্যাকুলিনের আবেদন খারিজ করেন বিচারপতি অনীশ দয়াল। এদিন আদালতে ইডির আইনজীবী অভিনেত্রীর আবেদনের বিরোধিতা করে জানান, সুকেশের থেকে জ্যাকুলিন একাধিক দামি উপহার নিয়েছেন এবং আর্থিক তছরুপের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন, তার প্রমাণ ইডির হাতে আসে। সেই প্রমাণের ভিত্তিতেই এ মামলায় তার নাম যুক্ত হয়েছে। সেই সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনি ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন।

আর্থিক প্রতারণা প্রতিরোধ আইন অনুসারে সুকেশের সঙ্গে তার বিরুদ্ধেও আর্থিক তছরুপের অভিযোগ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির সেই অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বাতিলের আর্জি জানিয়েছিলেন জ্যাকুলিন। এদিন তার সেই আবেদন বাতিল করেন উচ্চ আদালত।

গতকাল বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন আত্মপক্ষ সমর্থন করে অভিনেত্রী বলেন, তিনি সুকেশের প্রকৃত পরিচয় জানতেন না। প্রতারক তার রূপসজ্জাশিল্পীর মাধ্যমে যোগাযোগ করেছিলেন। পরিচয় দিয়েছিলেন, তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। প্রসঙ্গত, সুকেশের বিরুদ্ধে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয়ে দুই সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহ ও মালবিন্দর সিংহের স্ত্রীদের সঙ্গে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

অভিনেত্রীর যুক্তিকে খণ্ডন করতে পাল্টা যুক্তি দেন ইডির আইনজীবী জোহেব হোসেন। তিনি বলেন, সুকেশের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি জানার পরও জ্যাকুলিন তার থেকে উপহার নিতে দ্বিধা করেননি। সংশোধনাগারে থাকার সময় অভিযুক্ত অভিনেত্রীর জন্মদিনসহ বিশেষ দিনগুলোতে নিয়মিত প্রেমপত্র পাঠান। তাকে ‘প্রেয়সী’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে আঙুরের ক্ষেত, প্রমোদতরী, টিউলিপ বাগিচাসহ নানা বহু মূল্যবান জিনিস এখনো উপহার দিয়ে চলেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More