বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুর পর ভেঙে পড়েন তার স্বামী পরাগ ত্যাগী। অশ্রুসিক্ত চোখে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবুও তার দিকে ধেয়ে এসেছে সন্দেহের কটাক্ষ।
তবে শেফালি নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরাগের সঙ্গে তিনি সবচেয়ে খুশি আছেন। সত্যিই যে পরাগ শেফালিকে ভালোবাসায় ভরিয়ে রাখতেন, তা তার পোস্টেই বারবার স্পষ্ট হয়ে উঠছে। অতীত খুঁড়ে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার দেখছেন তিনি। স্মৃতি আঁকড়ে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করছেন পরাগ।
বন্ধু হিসাবেও শেফালি নাকি দারুণ ছিলেন। অভিনেত্রীকে তার উজ্জ্বল ব্যক্তিত্বের জন্য মনে রাখতে চান পরাগ। তিনি বলেন, ওর ঔজ্জ্বল্যে সবাই আলোকিত হতো। ওর জীবনযাপন অনুপ্রেরণা জোগাত।
শেফালিকেই প্রত্যেক জন্মে স্ত্রী হিসেবে পেতে চান বলেও জানিয়েছেন পরাগ ত্যাগী। গতকাল রোববার (৬ জুলাই) শেফালির সঙ্গে একগুচ্ছ ভালোবাসার মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন পরাগ। তাদের দুজনের রসায়ন ধরা পড়ছে সেই ছবিগুলোতে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—তুমি যতবার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। প্রতিবার তোমাকেই ভালোবাসব। পরাগ বলেন, আমার গুন্ডি, আমার ছোকরি, তোমাকেই আমি ভালোবেসে যাব।
পরাগের এ পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েন তার অনুরাগীরাও। কিছু দিন আগেও স্ত্রীকে নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন তিনি। পরাগ লিখেছিলেন—কাঁটা লাগা’র জন্য চিরকাল মনে রাখা হবে তোমাকে। কিন্তু ওকে আমরা যেভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর। মাধুর্যে মোড়া এক অগ্নিপিণ্ড ছিল ও। খুবই বুদ্ধিদীপ্ত, আর নিজের লক্ষ্যে অবিচল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.