শর্তজুড়ে অভিনয়ে ‍চুক্তি করেন জেনডায়া

২০১০ সালে ডিজনির ‘শেক ইট আপ’ সিরিজ দিয়ে পরিচিতি পান হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনডায়া। সেই সময় প্রিমিয়ারের পর শোটি ৬ দশমিক ২ মিলিয়ন দর্শক দেখে ফেলেন। তার অভিনয়, বিশেষ করে কমেডি দৃশ্যে তার অভিব্যক্তি সমালোচকদের প্রশংসা কুড়ায়।

তবে অভিনয় দিয়ে পরিচিতি পাওয়ার পরের বছরই গানে মন দেন জেনডায়া। ২০১১ সালে আসে তার প্রথম সিঙ্গেল ‘স্যোয়াগ ইট আউট’। একই বছরের জুনে তিনি প্রকাশ করেন ‘ওয়াচ মি’ নামে আরেকটি গান; যেখানে তার সঙ্গে ছিলেন বেলা থর্ন। গানটি বিলবোর্ড হট ১০০-এর মধ্যে ৮৬ নম্বরে পৌঁছেছিল।

আজ অভিনেত্রী জেনডায়ার জন্মদিন। ২৯ বছরেই হলিউডের অন্যতম একজন শীর্ষ অভিনেত্রী।

জেনডায়া বলেন, অভিনয় আমাকে নানা ধরনের নতুন চরিত্র অন্বেষণের সুযোগ দিয়েছে। কিন্তু গায়িকা হিসেবে যা সম্ভব হয়নি। তিনি কখনোই ‘পপ তারকা’ হতে চাননি বলেও জানান অভিনেত্রী।

২০১২ সালে ‘ফ্রেনেমিস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় জেনডায়ার অভিষেক হয়। এতে তার অভিনয় প্রশংসিত হয়; তৈরি করে আরও বড় কিছু করার মঞ্চ। এটি তার ভবিষ্যতের বড় চলচ্চিত্র ক্যারিয়ারের জন্য একটি সুযোগ তৈরি করে।

২০১৩ সালে আসে তার প্রথম অ্যালবাম ড্যান্সিং উইথ দ্য স্টারস। এরপর তাকে পাওয়া যায় ডিজনির টিভি মুভি ‘জ্যাপড’ ও ‘কে সি আন্ডারকাভার’-এ। এই দুই প্রকল্পে প্রধান চরিত্রে তার কমেডি ও অ্যাকশন নজর কাড়ে।

ক্যারিয়ারে অনেকবারই রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন জেনডায়া। ‘ইউফোরিয়া’ ও ‘চ্যালেঞ্জার্স’-এ তাকে দেখা গেছে বেশ কয়েকটি সাহসী দৃশ্যে। তবে জেনডায়া বলেন, ক্যামেরার সামনে খোলামেলা অভিনয় করতে চান না। এ জন্য সিনেমা বা সিরিজে চুক্তির সঙ্গে তিনি শর্তজুড়ে দেন যে কখনো পুরোপুরি খোলামেলা হবেন না। এ নিয়ে বিস্তর খবর হয়েছে। তবে অভিনেত্রী বিষয়টি নিয়ে কখনো প্রকাশ্যে কোনো কথা বলেননি।

গত বছর মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জার্স’ ছবি দিয়ে চমকে দেন জেনডায়া। স্পোর্টস রোমান্টিক সিনেমাটির অন্যতম প্রযোজক ছিলেন অভিনেত্রী। বক্স অফিসের সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পান তিনি। সিনেমাটির জন্য গ্লোডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More