সবাই বলেছে পারবে না, বলেছি ‘দেখে নিও’

ঢাকাই সিনেমার সুপার হিরো শাকিব খান। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ১১ বছর আগে মুক্তি পাওয়া ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক এবং সাম্প্রতিক লুক। সঙ্গে ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”

২৬ বছরের সিনেমা ক্যারিয়ারে শাকিব প্রায় দুই দশক ধরে বাংলা সিনেমায় কাজ করছেন। করোনার পর দর্শক তাকে নতুনভাবে দেখেছেন। কেউ কেউ বলছেন, শাকিব খান ২.০! ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সব শ্রেণীর দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এরপর ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’ সিনেমাগুলো বিদেশেও সাড়া ফেলেছে।

শিগগির তিনি ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন। এটি মুক্তি পাবে ঈদ ছাড়া। এরপর ‘প্রিন্স’ নামে ঈদুল ফিতরের জন্য আরেকটি সিনেমার শুটিং করবেন শাকিব খান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More