স্টাফ রিপোর্টার:বলিউডে চলছে সাইয়ারা ঝড়। মুক্তির ৯ দিন শেষে ভারতের বক্স অফিস থেকে ২১৭ দশমিক ২৫ কোটি রুপি আয় করেছে সাইয়ারা। মানচিত্র ফুঁড়ে দেশের বাইরেও রাজ করছে মোহিত সুরির মুভিটি। এমন রোমান্টিক গল্পের মুভি কেন এত হাইপ তুলল? আমির খান মনে করেন, এটি জেনারেশনের কারণে।
সাইয়ারা মুভির কলাকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন বলিউড সুপারস্টার। ভারতের সফল অভিনেতা ও ফিল্মমেকার আমির খান মনে করেন, জেনারেশনের কাছে যেতে হবে। তবেই গল্প হিট হবে, সিনেমা ভালো হবে। মানুষের কাছে পৌঁছাবে।
ভারতের মুম্বাইতে এক প্রচারণা অনুষ্ঠানে গিয়ে আমির বলেছেন, ‘প্রতিটা জেনারেশনের কিছু নিজস্ব চাওয়া এবং পছন্দ থাকে। আমি মনে করি, এখনকার তরুণদের মুড এবং আবেগের সঙ্গে মুভিটি ভালোভাবে কানেক্ট হয়েছে।’
‘সাইয়ারা মুভিটিও তেমন স্বাদের একটি সিনেমা। এটা তরুণদের মাঝে খুব দ্রুত প্রভাবিত হয়েছে। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি এমন গল্প তৈরি করতে চাই যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হয়।’
ওই অনুষ্ঠানে আমির খান তার মুভি সিতারে জমিন পার নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন। মুভিটি আগস্টের ১ তারিখেই ইউটিউবে গ্লোবাল রিলিজ হবে। ভারতের দর্শকদের মুভিটি দেখতে খসাতে হবে ১০০ রুপি। বাকি সব দেশের দর্শকদেরও ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.