সুস্মিতার উচ্চবিলাসে প্রেম ভাঙে রোহমান শোলের সঙ্গে

স্টাফ রিপোর্টার: বছরখানেক আগে সাবেক আইপিএলকর্তা ললিত মোদির সঙ্গে ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে। সেই সময় মিস ইউনিভার্স খেতাব জেতা সুন্দরীর সঙ্গে ছবি দিয়ে ললিত প্রায় ঘোষণা করে দেন সুস্মিতাই তার অর্ধাঙ্গিনী। সেই সময় তুমুল ঝড় ওঠে।

বিস্তর বিতর্ক হয় কেউ কেউ সুস্মিতাকে ‘লোভী’, ‘সুবিধাবাদী’ বলে। যদিও পরে সুস্মিতা বলেন, তিনি অবিবাহিত এবং তার যে কটা হীরে সব নিজের উপার্জনের অর্থেই কেনা। এ ঘটনার পর পরই সুস্মিতা অসুস্থ হন। তারপরই জীবনে ফিরে আসেন পুরোনো প্রেমিক রোহমান শোল।

সার্বক্ষণিক অভিনেত্রীর ছায়াসঙ্গী হয়ে থাকেন। অনেকেরই কৌতূহল তবে কি পুরোনো প্রেমিকের কাছেই ফিরলেন এ সাবেক বিশ্বসুন্দরী। এবার সে প্রসঙ্গে কথা বললেন রোহমান।

রোহমান শোল কাশ্মীরের বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ। মডেল এবং অভিনেতা। কিছু ওয়েব সিরিজে কাজও করেছেন তিনি। কিন্তু এখন সাফল্য অধরা রোহমানের। তাই সুস্মিতার সঙ্গে সম্পর্কে যাওয়ার প্রসঙ্গে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রোহমান বলেন, সুস্মিতার যে ধরনের হীরে চাই, সেটি দেওয়ার ক্ষমতা তার হয়নি। ২২ ক্যারাটের কমে হীরে ওর পছন্দ নয়। সেটির জন্য অনেক অর্থের প্রয়োজন ও সময়ও লাগবে। তাই যখন সেই সামর্থ্য হবে তখন।

তবে অভিনেত্রীর উচ্চাকাঙ্ক্ষাই কি সম্পর্ক ভেঙে যাওয়ার প্রধান কারণ?—এমন প্রশ্নে কোনো উত্তর না দিলেও রোহমানের ইঙ্গিত যেন সেদিকেই। রোহমানের সঙ্গে বিচ্ছেদের সময় সঙ্গে নিজের ছবি দিয়ে সাবেক বিশ্বসুন্দরী লিখেছিলেন—আমরা বন্ধু হয়ে যাত্রা শুরু করেছিলাম, বন্ধুত্ব থাকবে। দীর্ঘ সম্পর্কে থাকলাম… ভালোবাসাও থেকে যাবে। সে কথাই রাখছেন সুস্মিতা।

একইভাবে কথা রেখেছেন রোহমান। এ মুহূর্তে তিনি নিজেকে ‘সিঙ্গল’ বলেই পরিচয় দিচ্ছেন। তবু যেন সুস্মিতার সঙ্গে তার যাপন এখনো বিদ্যমান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More