স্টাফ রিপোর্টার:মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ আনন্দ সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন ৪২-এ পা রাখা অভিনেত্রী। বিয়ের পর থেকে পুরোদস্তুর গৃহিনী ক্যাট। কমিয়ে দিয়েছেন সিনেমা।
অথচ ক্যাটরিনা তার ক্যারিয়ারের চেয়ে বেশি আলোচনায় থেকেছেন প্রেমজীবন নিয়ে। সালমান খানের পর ক্যাটরিনার নাম জড়িয়ে পড়ে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। নীতু-ঋষি পুত্রের সঙ্গে ক্যাটের রোমান্স পূর্ণতা পায়নি। সম্প্রতি বলিউড পরিচালক অভিনব কাশ্যপ এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এ জুটিকে নিয়ে।
দাবাং পরিচালক বলেন, অভিনেতা রণবীর কাপুর সোনাক্ষী সিনহার সঙ্গে ‘বেশরম’ সিনেমায় কাজ করতে অস্বীকার করেছিলেন এবং তার পরিবর্তে ক্যাটরিনা কাইফকে কাস্ট করার কথা বলেছিলেন।
‘বেশরম’ সিনেমার নির্মাতা অভিনব বলেন, রণবীর কাপুর ক্যাটরিনা কাইফকে নিজের বিপরীতে চেয়েছিলেন। তবে নায়ক চাপ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেন, রণবীর আমাকে বলেছিল—ও সিনেমাটি করতে চায়, তাই ক্যাটরিনাকে বিবেচনা করুন। আমি বললাম— ক্যাটরিনা এ চরিত্রের জন্য সঠিক নয়। আমার নারী চরিত্রটি দিল্লির পাঞ্জাবি মেয়ে, তেমনই কাস্টিং দরকার।
অভিনব কাশ্যপ বলেন, ক্যাটরিনাকে তার উচ্চারণে কাজ করার দরকার ছিল। আমি এটি লুকাতে সক্ষম হতাম না। আপনি যদি দেখেন, তার আগে ক্যাটরিনার সব সিনেমায় এটা পরিষ্কার করতে হয়েছিল যে, তিনি হয় একজন এনআরআই বা বিদেশি। তিনি হিন্দিতে কথা বলতে পারতেন না।
এ পরিচালক বলেন, ক্যাটরিনার সঙ্গে ব্যক্তিগতভাবে তার কখনো কোনো সমস্যা ছিল না। এমনকি তাকে বলেছিলেন যে, যেদিন তার কাছে একটি আদর্শ স্ক্রিপ্ট থাকবে, যার জন্য একটি এনআরআই চরিত্রের প্রয়োজন হবে, সেদিন তিনি প্রথমে ক্যাটরিনার কাছে আসবেন।
ইন্ডাস্ট্রি পল্লবী সারদাকে সহ্য করতে পারেনি—এমনটিই মনে করেন অভিনব। তার ধারণা, ইন্ডাস্ট্রি কোনো নবাগতর এত বড় চরিত্রে অভিনয় করাকে সহ্য করতে পারে না।
প্রধান চরিত্রের জন্য অভিনেত্রী তাপসী পান্নু, স্বরা ভাস্কর, তামান্না ভাটিয়া, পরিণীত চোপড়াসহ বেশ কয়েকজন অভিনেত্রীর কথা তার ভাবনায় ছিল। যদিও রণবীর সোনাক্ষীর সঙ্গে কাজ করতে অস্বীকার করেন।
পরিচালক বলেন, রণবীর সোনাক্ষীর সঙ্গে কাজ করতে অস্বীকার করেছিল বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা এমন একটি মেয়ে খুঁজে বের করব, যিনি অডিশনের মাধ্যমে এ চরিত্রে অভিনয় করবেন।
তিনি বলেন, পল্লবী সারদা অডিশন দিয়েছিলেন এবং রণবীর, তার বাবা-মা এবং ভায়াকম ম্যানেজমেন্টসহ সবাই তাকে পছন্দ করেছিলেন। তিনি সম্পূর্ণরূপে যোগ্যতার ভিত্তিতে সেখানে ছিলেন। তবে ইন্ডাস্ট্রি এটি পছন্দ করেনি। পল্লবী ‘মাই নেম ইজ খান’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন এবং ইন্ডাস্ট্রি অনেক সময় সহ্য করতে পারে না যে, কোনো পার্শ্ব অভিনেত্রী একটি বড় প্রকল্পে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পাক।
অভিনব কাশ্যপ বলেন, এটি একটি লোভনীয় চরিত্র ছিল এবং অনেক অভিনেতা আমার কাছে পৌঁছে ছিলেন। আমি প্রথমে সোনাক্ষীকে কাস্ট করতে চেয়েছিলাম। কিন্তু রণবীর বলেছিলেন— সোনাক্ষী নয়, আমি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এখন ওর অস্বস্তির পেছনের কারণ তাকে জিজ্ঞেস করতে হবে। আমি তাকে বলেছিলাম যে, আমি ক্যাটরিনার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কিন্তু যখন কোনো নবাগত ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে, তখন লোকেরা তাদের শেষ করার চেষ্টা করে বলে জানান পরিচালক।
উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘বেশরম’ সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে রণবীরের সেই সিনেমা। ‘বেশরম’ অভিনব পরিচালিত শেষ ছবি। এ সিনেমায় পল্লবী সারদার বিপরীতে ছিলেন রণবীর কাপুর। সেই সিনেমায় বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.