হাজার কোটি বাজেটে প্রিয়াংকা-মহেশের নতুন সিনেমা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সাফলের পর পরবর্তী সিনেমা ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এর কারণ এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। এ দুই সিনেমা ইন্ডাস্ট্রির তারকা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

ইতোমধ্যে এ সিনেমার মহরত শেষে কেনিয়ায় একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিংয়ের এ সময়ে পরিচালক এসএস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদির সঙ্গে। তিনি নিজেই সামাজিক মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন— ‘এসএসএমবি ২৯’ সিনেমাটি ১২০ দেশে মুক্তি পাবে।

শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

কেনিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা, যা এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের সিনেমা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More