১০০ কোটির ক্লাবে আমিরের ‘সিতারে জমিন পার

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পার’ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে। গত ২০ জুন হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এ মুহূর্তে আমির খান অভিনীত ও এস প্রসন্ন নির্মিত ‘সিতারে জমিন পার’ সিনেমাটি বেশ সফল ব্যবসা করে চলেছে।

‘সিতারে জমিন পার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আমির খান ছাড়াও আছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। সিনেমাটি সমালোচকদের কাছ থেকেও বেশ প্রশংসিত হচ্ছে।

এ সিনেমাটির গল্প খুবই ইমোশনাল, যা দর্শকদের হাসির সঙ্গে কাঁদাচ্ছেন। এটি একটি সম্পূর্ণ বিনোদনমূলক সিনেমা। এতদিন বক্স অফিসে লক্ষাধিক নোট ছাপাচ্ছিল সিনেমাটি। বক্স অফিসে এটি কাজলের ‘মা’ ও ‘কান্নাপ্পা’ সিনেমার বিপরীতে রয়েছে। এ দুটি সিনেমাই ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘সিতারা জমিন পার’-এর বক্স অফিস কালেকশন সম্পর্কে কথা বললে, এই ছবি এখন বক্স অফিসে বেশ জোরে দৌড়াচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিতারে জমিন পার’ সিনেমাটি উদ্বোধনী দিনে ১০.৭ কোটি রুপি আয় করে। শনিবার (২৮ জুন) নবম দিনে দেশীয় বক্স অফিসে ১২.৭৫ কোটি রুপি আয় করেছে।

সব মিলিয়ে সিনেমাটি ১০৮.৩০ কোটির ক্লাবে প্রবেশ করেছে বলে জানানো হয়েছে। আগামী কয়েক দিনেই এ সিনেমার আয় আরও বাড়বে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More