৩৭ হাজার টাকার এক কলে টিকেছিল হরভজনের প্রেম

২০০৭ সালে প্রথমবার গীতা বসরার সঙ্গে হরভজন সিংয়ের আলাপ। ইংল্যান্ড সফরে সে বছর এক বন্ধুর দেওয়া পার্টিতে দেখা হয় দুজনার। কথা থেকে বন্ধুত্ব এরপর কাছে আসা এবং সংসার। সম্প্রতি নিজেদের সে সময়ের গল্প শুনিয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন।

হরভজন জানিয়েছেন, একবার লন্ডনে থাকা গীতাকে শ্রীলংকা থেকে ফোন করে প্রায় ফতুর হতে বসেছিলেন। কয়েকঘণ্টা চলমান সেই আলাপচারিতায় বিল উঠেছিল ২৭ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার টাকার বেশি। তবে সেই কথোপকথন ঠিক কত ঘণ্টার হয়েছিল, তা জানাননি হরভজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হরভজন বলেছেন, সেই ফোন কলই দু’জনকে আরও কাছাকাছি এনেছিল। দীর্ঘ কয়েক বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৯ অক্টোবর পাঞ্জাবি আচার মেনে বিয়ে করেন হরভজন ও গীতা।

বর্তমানে গীতা বলিউড ছেড়ে দূরে আছেন। হরভজন অবসরের পর ব্যস্ত ধারাভাষ্যকার ও রাজনৈতিক জীবন নিয়ে। এই দম্পতির দুটি সন্তান আছে। মেয়ের নাম হিনায়া হীর প্লাহা এবং ছেলে জোভান বীর সিং প্লাহা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More