স্টাফ রিপোর্টার:তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন টালি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এর আগে তৃণমূলের এ সমাবেশে বছর পাঁচেক টানা যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯ সালে রূপাঞ্জনাসহ একঝাঁক টালিউড তারকা বিজেপিতে যোগ দেন। সে তালিকায় ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপা ভট্টাচার্য প্রমুখ। তারা প্রত্যেকেই পরে পদ্মশিবির ছেড়ে বেরিয়ে আসেন।
গত ডিসেম্বরে রূপাঞ্জনা ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলে ফেরার। সেই মতো ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেছে তাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে ঘিরে। কারণ রূপাঞ্জনার মতোই তিনিও বিজেপি ছেড়েছিলেন। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কেন তিনি নেই ২১ জুলাইয়ের মঞ্চে এমন প্রশ্ন করতেই পাল্টা প্রশ্ন করে বসেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র— সমাবেশে থাকব বলেছিলাম নাকি? তিনি বলেন, আমি তৃণমূলে যোগ দেব এমন আভাসও তো দিইনি, তা হলে কেন এমন প্রশ্ন?
এরপর নিজেকে নিয়ে নিজেই রসিকতা করে অভিনেত্রী বলেন, আমি তো সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমাতেও অভিনয় করি না। অন্যেরা করেন। কই তখন তো কেউ জানতে চান না— কেন সৃজিতের সিনেমায় আমি নেই? তিনি বলেন, আমি আর কোনো দলে নেই। রাজনীতি থেকে শতহাত দূরে সরে গেছি। আগামী দিনেও ফেরার ইচ্ছা নেই আমার।
কাঞ্চনা তা হলে শুধুই অভিনয়ে মনোযোগী? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একেবারে তা-ই। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছি। আমি খুশি। তালিকায় সৃজিত, কৌশিক গঙ্গোপাধ্যায় আছেন। তিনি বলেন, তাই আদাজল খেয়ে অভিনয়ে মন দিয়েছি। লক্ষ্য একটাই—অভিনয়ে স্বপ্নপূরণ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.